Bangla Serial

TRP: বাংলা সিরিয়ালে এর আগে যা হয়নি তাই হচ্ছে ক্রমাগত! সূর্য-দীপার এক হয়েও বিচ্ছেদের জল্পনা হলো বেঙ্গল টপার! চমকে দিয়ে উঠে এলো আরো এক সিরিয়াল

প্রতি বৃহস্পতিবার আসলে বাঙালি দর্শকদের বিশেষ করে সিরিয়ালপ্রেমী দর্শকদের বুক ধুকপুকানি বেড়ে যায়। তার কারণ আলাদা করে বলতে হবে না। এই দিনেই তাদের পছন্দের সিরিয়াল গুলোর ফলাফল সামনে আসে। তাই বলা যায় বাংলা টেলিভিশনের ভাগ্য, ফলাফল বা ভাগ্য নির্ণয়ের দিন বৃহস্পতিবার।

আজ অর্থাৎ এই সপ্তাহের ফলাফল এসে গেল সামনে। আবার পুরনো সম্মান ফিরে পেল অনুরাগের ছোঁয়া। কিছু সপ্তাহ আগে তার পয়েন্ট ছিল ৯.২ তারপর একটু কমে গেছিল কিন্তু আবার এই সপ্তাহের সেই হারিয়ে যাওয়া মান ফিরে পেয়েছে সূর্য-দীপার গল্প। আবার বেঙ্গল টপার হয়ে গেল অনুরাগের ছোঁয়া।

বিগত বেশ কিছু সপ্তাহের মত এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তবে এবার তার পয়েন্ট অনেকটাই কমে গেছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দর্শকরা কী ধরনের গল্প বেশি পছন্দ করছে সেটা। জগদ্ধাত্রী একটি রহস্যমূলক গল্প এবং এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় নায়িকা রয়েছে। এই ধরনের গল্প সচরাচর দেখা যায় না। তবে এর আগে বেশ টানা কিছু সপ্তাহ ধরে জগদ্ধাত্রী সেরার সেরা হয়ে থেকেছে।

কিন্তু এখন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহীকে যে একের পর এক চমক আসছে সেগুলো দর্শকদের ক্রমাগত আকৃষ্ট করে চলেছে। এই সিরিয়ালে বেশকিছু চমকপ্রদ দৃশ্য তৈরি হয়েছে আর তার সঙ্গে জুড়েছে সোনা রুপা নামক দুটো বাচ্চা মেয়ে যাদের অনবদ্য অভিনয় মন জিতে নিয়েছে।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা কারা:

১ম •• অনুরাগে ছোঁয়া ৯.২

২য় •• জগদ্ধাত্রী ৮.৭

৩য় •• গৌরী এলো ৮.৪

৪র্থ •• খেলনা বাড়ি ৮.৩

৫ম •• নিম ফুলের মধু ৭.৮

Related Articles

Back to top button