Bangla Serial

TRP: এতদিন বাদে সূর্য-দীপার কেমিস্ট্রি, আবার পুরনো মেজাজ ফিরে পেয়েছে ফ্যানেরা! টিআরপিতে উঠলো ঝড়

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের ফলাফল নির্ণয়ের দিন। বলেছে এক প্রকার বাংলা টেলিভিশনের ভাগ্য গণনা করা হয় এই দিনে। কোন ধারাবাহিকের কতটা সফল, কোন ধারাবাহিক কতটা দর্শককে টানতে পারল আর কোন ধারাবাহিক বিষিয়ে গেল এই প্রতিযোগিতায় সেই সবকিছু সামনে আসে এই দিনেই।

আজ এসেছে এই সপ্তাহের সেই বিশেষ দিন। সামনে চলে এসেছে টিআরপি তালিকা। মোটামুটি আগে থেকেই একটা ছক দর্শকরা মনে কষে নিয়েছিল এই সপ্তাহের জি এবং জলসার সিরিয়াল গুলো দেখে। অনেকের সেই ধারণা ফলে গেছে আবার অনেকের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

আবার চমক দেখিয়েছে অনুরাগের ছোঁয়া। আগে সপ্তাহের থেকেও এবার বেশি স্কোর পেয়ে টিআরপিতে বেঙ্গল টপার হয়ে গেল অনুরাগের ছোঁয়ার গল্প। আসলে এই মুহূর্তে ধারাবাহিকে যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গেছে সেটা বলাই বাহুল্য। বহুদিন পর আবার পুরনো দমে ফিরে এসেছে ধারাবাহিক। বহুদিন পর আবার জমে উঠেছে সূর্য-দীপার কেমিস্ট্রি আর সেটার প্রভাব টিআরপিতে পড়বে না এমনটা কি হতে পারে?

প্রথম স্থানে গত কয়েক সপ্তাহের মতো এবার আবারও নিজের নাম পাকাপাকিভাবে লিখিয়ে নিল অনুরাগের ছোঁয়া। ঠিক তারপরেই রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এই মুহূর্তে স্টার এবং জি বাংলা সিরিয়ালের যে হাড্ডাহাড্ডি টক্কর চলছে, গত কয়েক সপ্তাহ ধরেই তা নিয়ে টানটান উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে। কে কাকে গোল দিল সেটা নিয়ে একরকম বিশ্লেষণ বিতর্ক চলে যাচ্ছে। সেই সবকিছুর জবাব দিয়ে দিল আজ অনুরাগের ছোঁয়া।

এক নজরে দেখে নিন আজকের সেরা তালিকা:
১ম •• অনুরাগের ছোঁয়া ৯.৩
২য় •• জগদ্ধাত্রী ৯.০
৩য় •• গৌরী এলো ৮.৬
৪র্থ •• খেলনা বাড়ি / নিম ফুলের মধু ৮.৪
৫ম •• রাঙা বউ ৭.৬

Related Articles

Back to top button