TRP: গদি ছাড়বে না সূর্য-দীপা তবু রাতারাতি পাল্টে গেলো আজকের টিআরপি তালিকা! আশ্চর্য ফল করলো জি বাংলা! মানুষের রুচি পাল্টাচ্ছে?

বৃহস্পতিবার এলেই নিজেদের প্রমাণ করার দিন মিতুল, মিঠাই খড়িদের। অগ্নিপরীক্ষা হয় এই দিনে। টিআরপি আর অগ্নি পরীক্ষা একেবারে সমার্থক এই ক্ষেত্রে। অভিনেতা অভিনেত্রীদের সাথে তাদের দর্শকদেরও অগ্নিপরীক্ষা চলে এই দিন জুড়ে। গোটা সপ্তাহের কে কেমন ফল করল তার প্রমাণ পাওয়া যায় এই তালিকা থেকে।

আজকে বেরিয়ে এসেছে সেই ফলাফল। গত সপ্তাহ থেকে একেবারে রাতারাতি পাল্টে গেছে টিআরপি তালিকা। ফল থেকে একটা বিষয় নিশ্চিত যে এবারেও জয়জয়কার স্টার জলসার। কিন্তু পিছিয়ে নেই জি বাংলা। একেবারে চমকে যাওয়ার মতো ফলাফল এলো হাতে।

গত সপ্তাহের তালিকার সঙ্গে এই সপ্তাহের তালিকার একটা আকাশ পাতাল তফাৎ লক্ষ্য করা গেছে। সেখানেই জি বাংলার দর্শকদের যে পছন্দ পাল্টাচ্ছে সেটা প্রমাণিত। কিন্তু স্টার জলসার দর্শক কিছুতেই ছেড়ে দেবে না অনুরাগের ছোঁয়াকে। তাই তো এবারেও সে সবার সেরা হয়েছে।

ঠিক তার পরেই জায়গা নিয়েছে বরাবরের মতো জি বাংলার জগদ্ধাত্রী। পুলিশ অফিসারের ম্যাজিক এখনই ভুলছে না দর্শক। তবে তার সঙ্গে তৃতীয় স্থানে এই সপ্তাহ এবং আগের সপ্তাহের তুলনা করলে পরিবর্তন হয়েছে। এই সপ্তাহে এসেছে নিম ফুলের মধু আর আগের সপ্তাহে ছিল খেলনা বাড়ি। এবার সে পঞ্চম স্থানে নেমে এসেছে।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরার তালিকা:

১ম •• অনুরাগের ছোঁয়া (৯.০)
২য় •• জগদ্ধাত্রী (৮.৩)
৩য় •• নিম ফুলের মধু (৭.৮)
৪র্থ •• গৌরী এলো (৭.৭)
৫ম •• খেলনা বাড়ি (৭.৫)

Related Articles

Back to top button