স্টার জলসার নয়া ধারাবাহিক ‘তোমাদের রাণী’ (Tomader Rani)। চলতি সপ্তাহের টিআরপি (TRP) বলছে, প্রথম থেকেই টপ ফাইভে জায়গা করে নিয়েছে এই মেগা। প্রোমো সামনে আসার পর থেকেই তাই চর্চার কেন্দ্রে এই ধারাবাহিক। তবে সম্প্রতি এই সিরিয়ালে বিষয়বস্তু দেখে অনেকের চোখ কপালে উঠেছে।
ধারাবাহিকের গল্প মূলত নিউ এজ রোম্যান্সকে কেন্দ্র করে। যা দেখলে বা শুনলেই নাক কোঁচকায় মা-ঠাকুমাদের অধিকাংশ। সম্প্রতি তাঁদের বাড়িতে চলছে বিয়ের আবহ। প্রাক্তন প্রেমিকাকে দেখে মেজাজ হারিয়ে নেশায় ডুব দেয় দুর্জয়। এরপর সকলের চোখ এড়িয়ে অন্তরঙ্গ হয় রানীর সঙ্গে। নেশার ঘোরেই রানীর সঙ্গে স্থাপিত হয় শারীরিক সম্পর্ক। যার জন্য রানীকেই দোষারোপ করে দুর্জয়ের মা।
ধারাবাহিকের গল্প নিয়েছে নয়া মোড়। অবশেষে এক মন্দিরে বিয়ে হতে চলেছে দুর্জয় ও রানীর। সামাজিক ভাবে পরিচিতি তাঁদের বিয়ে। কিন্তু এখন প্রশ্ন হল, ফুলসজ্জা না কন্টকসজ্জা হবে এই জুটির? ইতিপূর্বে, দর্শক দেখেছে রীতমের বিয়েতে প্রাক্তন অনিশাকে দেখে ঘেঁটে যায় দুর্জয়। মাত্রাতিরক্ত মদ খেয়ে গেলে সে। তাল হারিয়ে রানীর সঙ্গেই শারীরিক সম্পর্ক তৈরি হয় তাঁর।
যদিও,আসন্ন পর্বে ফুলসজ্জার খাট সাজানো হলেও রানীর সঙ্গে থাকতে চাইবে না দুর্জয়। রানী মনে মনে ভাববে দুর্জয়কে জোর করবে না সে। রানীর মন বলে, খুব তাড়াতাড়িই রানীকে মেনে নিয়ে তাঁকে ভালবাসবে দুর্জয়। সেই সময় আসতেও খুব বেশি দেরি নেই বলে মন বলছে রানী।
আরও পড়ুন: টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে! সন্ধ্যা কি পারবে লক্ষ্মী বানান বলতে? অন্যরকম প্রোমো
ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ের আগেই এই শারীরিক সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে রাণী। তারপরও তার চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন। নিজের স্বপ্ন সত্যি করতে অনেক কাঠখোর পোহাতে হবে তাঁকে। ধারাবাহিকের গল্পের ট্র্যাক শুরু থেকেই স্পষ্ট। তবে দর্শকদের ধারণা গল্পে রোম্যান্স আরেকটু জমজমাট হওয়ার দরকার ছিল অন্তরঙ্গ হওয়ার আগে। উল্লেখ্য, ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগাতা অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায়।
View this post on Instagram






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!