Bangla Serial

জিন্স – টপ পরে আইবুড়ো ভাত খাওয়া দেখে চোখ কপালে নেটিজেনদের,’বেশি আধুনিক দেখাতে গেছে নিজেকে’! বলছেন নেটিজেনরা

শীতকাল মাত্রই বিয়ের মরশুম। তাই টলিউডেও এখন বাজছে বিয়ের সানাই। কিছু আগেই চার হাত এক হয়েছে সাত পাকে বাঁধা ধারাবাহিকের অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। সাথে সাথে রুশা চ্যাটার্জীও।

তারকারা নিজেদের এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন তাঁদের অনুরাগীদের সঙ্গে। কিন্তু তাতেও হতে হচ্ছে ট্রোলের শিকার। সম্প্রতি রুশা চ্যাটার্জি তাঁর ফুলসজ্জা রাতের ভিডিও শেয়ার করেন।

আর তাতেই পুরো আগুন জ্বলে যায় সোশ্যাল মিডিয়ায়। তেমনই আরও এক অভিনেত্রীর আইবুড়ো ভাতের ছবি শেয়ার করা মাত্রই আবার ট্রোলের শিকার হতে হয়।

বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জী খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে উঠতে চলেছেন। বিয়ের রীতি রেওয়াজ শুরু হয়ে গেল। জমিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়ানো।

হলুদ রঙের টি-শার্ট ও নীল রঙের ডেনিম ট্রাউজার পরে ডাইনিং টেবিলে আইবুড়ো ভাত খেতে বসেছেন রূপসা এবং সায়নদীপের পরনে রয়েছে গ্রে রঙের শার্ট ও ডেনিম ট্রাউজার। তাঁদের সহকর্মী উজ্জ্বল ও তাঁর স্ত্রী এই ব্যবস্থা করেন।

Back to top button