নিজের জায়গা ফিরে পেল অনুরাগের ছোঁয়া! মিঠাইকে গুনে গুনে গোল দিচ্ছে রামপ্রসাদ! টিআরপিতে ব্যাপক বদল

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে প্রকাশ পেল টিআরপি তালিকা। প্রতি সপ্তাহে থাকে বড় বড় চমক। এই সপ্তাহে যদি কোন ধারাবাহিক টপার হয় তো পরের সপ্তাহে অন্য ধারাবাহিক সেই স্থান দখল করে নিচ্ছে। তাই আগে থেকে কিছুই বলা যাচ্ছে না যে আদতে কে টিআরপি টপার হবে। নতুন বছর পড়ার পর থেকে টিআরপি তালিকা সবার উপরে স্থান দখল করেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। তারপর থেকে নানা ধরনের পরিবর্তন এসেছে সেই তালিকায়।

তবে গত সপ্তাহে যে ফলাফল ছিল সেটা চমকে দেওয়ার মতো ছিল। কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে সবার উপরে থাকা অনুরাগের ছোঁয়া তার নিজের স্থান হারিয়েছিল। জগদ্ধাত্রী ওই একই ধারায় তার স্থান পাল্টেছে। সবথেকে উপরে গিয়ে ছিল জি বাংলার গৌরী এলো ধারাবাহিক যেটা কেউ ভাবতে পারেনি বা প্রত্যাশা করেনি। তাই এই সপ্তাহে অনেকের অনেক আশা রয়েছে। যারা বিগত কয়েক সপ্তাহ ধরে কিছুই জায়গা পাচ্ছে না তারা নতুন আশা নিয়ে বসে আছে যে এবারে হয়তো আবার নতুন কিছু চমক আসবে।

অবশেষে নতুন চমক এল। আগের সপ্তাহে প্রথম স্থানে ছিল গৌরী এলো, এবার সেই জায়গা সরে গিয়ে জায়গা দখল করেছে অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী আগের সপ্তাহে এবং এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান আগেরবারের মতোই এবার আবার দখল করেছে নিম ফুলের মধু এবং পঞ্চমী।

হতাশাজনক ফলাফল মিঠাইয়ের ক্ষেত্রে। আগে সপ্তাহ এবং এই সপ্তাহ দুই ক্ষেত্রেই স্লট ধরে রাখতে পারেনি। ২.৬ পেয়ে পিছিয়ে গেছে। রামপ্রসাদ আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ভালো ফল করেছে। ৩.৩ থেকে ৩.৯ পেয়ে এগিয়ে গেছে এই সিরিয়াল। এভাবেই যত মিঠাই শেষের দিন ঘনিয়ে আসছে মিঠাই পিছিয়ে পড়ছে। চিন্তা বাড়ছে ভক্তদের।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
২য় •• গৌরী এলো ৭.৭
৩য় •• জগদ্ধাত্রী ৭.৩
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৩
৫ম •• পঞ্চমী ৫.৯

Trending ••
রামপ্রসাদ – ৩.৯
মিঠাই – ২.৬

Back to top button