জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসা (Star Jalsha), কালার্স বাংলা (Colors Bangla) হোক বা সান বাংলা (Sun Bangla), প্রতিটি চ্যানেলের ধারাবাহিকেই আসছে একের পর এক বিরাট চমক। টিআরপি তালিকায় স্থান দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে ধারাবাহিকগুলোর মধ্যে। জমে উঠেছে ধারাবাহিকগুলোর কাহিনীগুলো। টিআরপি কমে গেলেও কাহিনীতে পরিবর্তন এনে ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে প্রযোজনা সংস্থা।
ইতিমধ্যেই প্রতিটি চ্যানেলেই শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। পুরোনো টিআরপি কমে যাওয়া ধারাবাহিকগুলোকে বিদায় জানিয়ে চ্যানেল নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক। আবার কয়েকটি ধারাবাহিকে আসছে নতুন চমক। বদলে যাচ্ছে কাহিনী। আসছে নতুন নায়ক-নায়িকা, আবার সম্প্রতি বেশ কয়েকটি ধারাবাহিকেও দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের কাহিনী।
ইতিমধ্যেই আমরা জানতে পেরেছে স্টার জলসার তোমাদের রানীকে এগিয়ে যাবে সময়, ধারাবাহিকের কাহিনী এগিয়ে যাবে ৫ বছর। এবার এই ধারাবাহিকের সঙ্গেই ঘটল তাই। এগিয়ে যাচ্ছে কাহিনী। গল্পে আসছে একরাশ পরিবর্তন। বড় হয়ে যাচ্ছে ধারাবাহিকের মূল চরিত্র। এবং সেই চরিত্রেই আগমন ঘটছে জনপ্রিয় টেলি অভিনেত্রী।
তু্ঁতে ধারাবাহিকের পর ফের পর্দায় অভিনেতা সৈয়দ আরফিন
সম্প্রতি স্টার জলসার পর্দা থেকে বিদায় নিয়েছে সকলের প্রিয় ধারাবাহিক তু্ঁতে। এই ধারাবাহিকটিতেই প্রধান চরিত্রে দেখা গেছিল দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরফিনকে। অনেকদিন আগেই যোগমায়া ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা সৈয়দ আরফিন। ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটিতে মুখ্য অভিনেতার চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তবে এবার সংবাদ শোনা যাচ্ছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের সম্পর্কে।
আরও পড়ুন: জুতোর আঠা সুইটির হাতে দিয়ে সুইটিকে জব্দ করল পর্ণা! নিম ফুলের মধুতে বিরাট চমক
ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত
ধারাবাহিকের টাইম ল্যাপসের মাধ্যমে ফের পর্দায় ফিরছেন দীপান্বিতা রক্ষিত। বর্তমানে সান বাংলার অত্যন্ত জনপ্রিয় আধ্যাত্বিক ধারাবাহিকে মঙ্গলময়ী মা শীতলা। যেখানে গল্প এগিয়ে যাচ্ছে প্রায় ১০-১২ বছর। সেখানেই গল্পে বড় হয়ে উঠছেন মা শীতলা। এবার ধারাবাহিকে মুখ্য চরিত্রে প্রবেশ করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। বড় মা শীতলার চরিত্রে এবার তাকে দেখবে দর্শকরা। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন ঝলকে তাকে দেখেছে দর্শক। সম্প্রতি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। অভিনেত্রীকে মা শীতলার চরিত্রে দেখে বেশ খুশি অভিনেত্রীর অনুরাগীরা।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!