Meyebela: “বীথি মাসির পাপী মন ভাবছে ছেলে প্রথম দিন থেকেই দিন রাত এক করে ওকে ঠাকুমা বানাতে লেগে যাবে তাই অসুস্থ হওয়ার নাটক! একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক”, কাণ্ড দেখে হাসছে নেট দুনিয়া

Meyebela: “বীথি মাসির পাপী মন ভাবছে ছেলে প্রথম দিন থেকেই দিন রাত এক করে ওকে ঠাকুমা বানাতে লেগে যাবে তাই অসুস্থ হওয়ার নাটক! একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক”, কাণ্ড দেখে হাসছে নেট দুনিয়া

সদ্য শুরু হহওয়া ষ্টার জলসার ধারাবাহিক ‘মেয়েবেলা’ কিছুদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।ধারাবাহিকের আকর্ষণীয় ট্যাগলাইন হল ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। আসলে আমাদের সমাজে বহুকাল আগে থেকে একটা ধারণা চলে আসছে, তা হল মেয়েরাই মেয়েদের শত্রু। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই আসছে সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’।

তিন প্রজন্মের মেয়েদের গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রয়েছেন রূপা গাঙ্গুলীর মত অভিজ্ঞ অভিনেত্রী। সাথে আছেন বর্তমানের খেলাঘর খ্যাত অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। নায়কের ভূমিকায় অভিনয় করছেন অর্পণ ঘোষাল। অর্পনকে এর আগে আমরা ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে দেখেছি।ধারাবাহিকে খুব শীঘ্রই বিয়ের ট্র্যাক আনা হয়েছে। আর সেই ট্র্যাকই মোড় ঘুরিয়েছে গল্পের। পরিস্থিতির চাপে মৌ এর সঙ্গে নায়ক ডোডোর বিয়ে হয়।

এদিকে মৌকে রূপা গাঙ্গুলী অর্থাৎ বীথি মাসি পছন্দ করেন না। অর্থাৎ ধারাবাহিকে বীথির চরিত্র নেগেটিভ হিসাবে ধরা পড়েছে। প্রতিটি ধারাবাহিকে নেগেটিভ – পজেটিভ চরিত্র দুই থাকে। তা না হলে গল্প জমে না। তবে বীথি মাসির চরিত্র কিছুজনের কাছে অসহ্যকর হয়ে উঠেছে। প্রথম দিন থেকেই মৌ-এর জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে বীথি। এমনকি ছেলের বিয়েতেও ছেলে আর মৌ যাতে এক ঘরে না শুতে পারে, তার পরিকল্পনা করে।

এদিকে মৌ সর্বদা ঘরের সকলের ভালো চায়। এমনকি একটি প্রোমোতে দেখানোও হয়, বাড়ির মেজ বৌমা অর্থাৎ বিথী সে বাড়ির সবার খেয়াল রাখে কিন্তু একমাত্র নিজের খেয়াল বাদে। তার বৌমা মৌ নিজের বিয়েতে পাওয়া টাকা জমিয়ে বাড়ির মেয়েদের জন্য পাহাড়ে ঘুরতে যাওয়ার টিকিট কেনে। কিন্তু বীথি তাতে সম্মতি দেয় না। প্রতিটি মা চায় তার ছেলে যাতে বিয়ের পর সুখে সংসার করতে পারে।

কিন্তু এই বীথি মাসি চায় যাতে ছেলের বিয়ে ভেঙে যায়। আর তা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল শুরু হয়েছে। একজন লেখেন, “মাসীর পাপী মন ভাবছে ছেলে প্রথম দিন থেকেই দিন রাত এক করে ওনাকে ঠাকুমা বানানোর process এ লেগে যাবে। তাই মাসীর এই নাটক যেটা ছেলেও বুঝতে পারলনা। এত সুন্দর নাটকের জন্য মাসীকে একটা award দেওয়া হোক”।

Back to top button