Bangla Serial

Anurager Chowa: হেটার্সরা জ্বলবে ‘অনুরাগের ছোঁয়া’ চলবে!ভারতবর্ষের সেরা ২০ টিআরপি তালিকায় জায়গা করে নিল জলসার ‘অনুরাগের ছোঁয়া’, গর্বিত ভক্তরা

বর্তমানে বাঙালি দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া(Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকায় রাজ করছে এই ধারাবাহিক। তবে সেই অর্থে প্রেমের ট্র্যাকে না ফেরায় খুঁতখুঁতানি রয়েছে দর্শকদের। তবে এই ধারাবাহিককে আরও বেশি ক্ষুরধার করে তুলেছে এই ধারাবাহিকের ক্ষুদে দুই চরিত্র। সোনা(Sona) ও রূপা(Rupa)! দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। টিআরপি তালিকার দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকের আকর্ষণের মূল কেন্দ্রে এখন ছোট এই দুই কন্যা। এক বোন ফর্সা আর এক বোন কালো। ধারাবাহিক অনুযায়ী মা-বাবার কাছে তাঁরা দু’জন আলাদা আলাদাভাবে বড় হয়ে উঠছে। সূর্যের(Surya) কাছে বড় হয়েছে সোনা আর অন্যদিকে দীপার(Deepa) কাছে রূপা।

বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকদের মন জিতে নিয়েছে। আসলে ‌ বহু ধারাবাহিকের ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে। আর টিআরপি তালিকায় ভালো পারফর্মেন্স তো দেখাতেই হবে। তা না হলে যে অকালে সরে যেতে হবে। সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল। আর নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাঙালির সিরিয়াল প্রেম। ধারাবাহিকের এই অনিশ্চয়তার মধ্যে টিকে থাকতে হলে টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স করতেই হবে।

আর নিয়মিত টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স করে চলেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। জানা গেছে, ভারতবর্ষের সেরা ২০ টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে স্টার জলসার এই ধারাবাহিক। এই খবরে খুশি এক ভক্ত সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আজ অনুরাগের ছোঁয়ার জন্য আমাদের গর্ব হচ্ছে। ইন্ডিয়ার top 20 highest trp তালিকায় অনুরাগের ছোঁয়া স্থান পেয়েছে। সত্যি আজ অনুরাগের ছোঁয়ার ফ্যানদের কাছে এটা একটা গর্বের বিষয়। এটা হল urban + rural trp এই ভাবেই এগিয়ে যাক আমাদের অনুরাগের ছোঁয়া। হেটার্সরা জ্বলবে অনুরাগের ছোঁয়া চলবে!” অর্থাৎ ভারতবর্ষে চলা সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে সবথেকে বেশি টিআরপি পাওয়া ধারাবাহিক এই তালিকায় জায়গা করে নিয়েছে। আর সেই তালিকাতেই জায়গা করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া।’
স্বভাবত‌ই এই খবরে বেজায় খুশি ভক্তরা।

অনুরাগের ছোঁয়ার সাম্প্রতিক প্রোমো’তে দেখানো হয়েছে একদিকে সেনগুপ্ত পরিবার ঘুরতে গেছে দার্জিলিং। আবার অন্যদিকে দীপাও লাকি ড্রতে দার্জিলিং ট্যুরের টিকিট জিতে ঘুরতে গেছে শৈল শহরে। সেখানে দেখাও হয় সূর্য-দীপার। দু’জন দু’জনের প্রতি টান অনুভব করলেও তার বহিঃপ্রকাশ খুব একটা দেখা যায় না। তবে এবার দার্জিলিং-এ গিয়ে মিশকার ষড়যন্ত্রের শিকার হয়েছে দীপা। সূর্য’র চোখে দীপাকে নামিয়ে দেওয়ার জন্য বিরাট ফাঁদ পেতেছে মিশকা। সাম্প্রতিক প্রমো’তে দেখা যাচ্ছে অবিকল দীপার সাজে সাজানো হয়েছে একজনকে, তাঁকেই ফুলমা ভেবে বিভ্রম হয় সোনার।‌‌ সে ফুল মা, ফুল মা বলে ডাকতে ডাকতে তার কাছে পৌঁছলে তাঁকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় মিশকার পাঠানো লোকেরা। এই ঘটনা নিজের চোখের সামনে দেখে রূপা। অন্যদিকে দেখানো হচ্ছে এই ঘটনার পেছনে দীপা যুক্ত বলে বিশ্বাস করেছে সূর্য। সে পুলিশ পাঠায় দীপা’কে গ্রেফতার করার জন্য। এবার দেখার আসন্ন পর্বে, মিশকার ষড়যন্ত্রের মুখোশ ছিঁড়ে ফেলতে পারে কিনা দীপা, সোনা ও রূপা।

Related Articles

Back to top button