বাবার কথায় কি স্রোতকে বিয়ে করবে সার্থক? বাস্তবেও কী গাঢ় হচ্ছে মৈনাক এবং স্বপ্নীলার সম্পর্ক?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলোর শুরুর থেকেই দর্শকদের মাঝে চর্চিত হয়ে উঠেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটির কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। বাবার মৃত্যুর পর তিন বোনের জীবনের কাহিনী পর্দায় ভীষণ পছন্দ করছেন দর্শকরা। আগের থেকে অনেকটাই বেড়েছে ধারাবাহিকের টিআরপি। বর্তমানে প্রতি সপ্তাহেই রাত ১০ স্লটে বাজিমাত করছে মিঠিঝোরা।

তবে বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। একদিকে যেমন নীলুর সংসার ভেঙেছে, তেমনই অন্যদিকে তৈরি হচ্ছে বড় দিদি এবং ছোট বোনের ভালোবাসার গল্প। যদিও বড় দিদি রাইয়ের সঙ্গে অনির্বাণের ভালোবাসার গল্প এগিয়ে গিয়েছে অনেকটাই। অপরদিকে স্রোতের কাহিনীতে এখনও চলছে মান অভিমানের পালা। নানান কারণে স্রোতের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছেন সার্থক।

বর্তমানে এমনটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে। স্রোতের সব কিছু দেখেই রেগে যাচ্ছে সার্থক। এদিকে সার্থক যাই করতে চাইছে তাতেই সার্থককে ভুল বুঝে স্রোত। ধারাবাহিকের এই টালমাটাল পরিস্থিতিতেই স্রোত এবং সার্থক সঙ্গে কথা বলতে চলে গিয়েছিল একজন জনপ্রিয় সংবাদ মাধ্যম। সেখানেই ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে প্রায় ঝগড়া করতে শুরু করে দিয়েছিল এই তারকা জুটি। স্রোত সার্থককে উদ্যেশে করে বলে তিনি এতটাই ব্যস্ত যে তার পক্ষে সময় বের করাটা খুব কঠিন হয়ে গিয়েছে।

বাস্তবে সারাক্ষণ বকবক করেন স্বপ্নীলা! জানালেন অভিনেতা মৈনাক ঢোল

এমনকি স্রোত এই বলেন সার্থকের সঙ্গে নন্দনের ওখানে গিয়েছিলেন তিনি। কিন্তু সার্থক স্যার, সার্থক স্যার করে সবাই এমনভাবে তাকে ঘিরে ধরেছিল যে তিনি পাত্তাই পাননি। পরক্ষনেই অভিনেতা বলেন “স্রোত বাস্তবেও খুবই বক বক করে! সুযোগ দেওয়া হলেই মুখ খুলবে। সবসময় বকবক। আমার মতোই চুপচাপ মানুষও ওর পাল্লায় পরে বকতে শুরু করে দিয়েছে তাহলে আমি ওর কাছে হেরে যাবে সেটা কি করে হয়ে দিই। আমি তো ভেবেছিলাম মেয়েটা শান্ত হবে তারপর প্রথম দিনই দেখি এরকম।”

আরও পড়ুন: ‘সৎ মানেই খল নয়!’ স্বামীর আগের পক্ষের সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট কনীনিকা

বাবার কথায় স্রোতকে বিয়ে করবে সার্থক? জানালেন মৈনাক ঢোল এবং স্বপ্নীলা চক্রবর্তী

সার্থককে নিয়ে অভিনেতা মৈনিক বলেন “সার্থক কি চাইছে সেটাই স্পষ্ট নয়। আসলে মায়ের মৃত্যুর পর বাবাকে ও একেবারেই দেখতে পারে না। আর প্রমিকাও ছেড়ে চলে হয়েছিল তাই আর সার্থক এরকম হয়ে গেছে। তবে বাবা তো স্রোতের সঙ্গে বিয়ে দিতে রাজি। বাবার কথায় স্রোতকে বিয়ে করলে হয়ত সার্থক আর বাড়িতেই ঢুকবে না। তবে স্রোতের প্রতি হয়ত একটা দুর্বল জায়গা তৈরি হচ্ছে সার্থকের মনে।” যদিও এরপর মৈনাক এও বলেন বাস্তবে স্বপ্নীলা বকবক করলেও মেয়েটা খুবই ভালো আর সেই কারণেই এত ভালো করে তারা দুজনে কাজ করতে পারছেন। অভিনেত্রীও জানান তিনিও ভেবেছিলেন মৈনাক খুব রাগী হবেন কিন্তু না মৈনাক খুব ভালো একজন মানুষ। তবে সার্থক আর স্রোতের সম্পর্ক কিভাবে আগে এগোবে সেটা জানতে হবে অবশ্যই দেখতে হবে মিঠিঝোরা।

 

You cannot copy content of this page