Suman Roshni: আমি কাউকে ঠুকিনি! অভিনেতা সুমন দে’র সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই এ কী কথা বললেন রোশনি তন্বী ভট্টাচার্য?

দু’জনেই উত্তরবঙ্গের মানুষ। আবদ্ধ ছিলেন প্রেমের সম্পর্কে। এরপর অভিনয় পেশার টানে কলকাতায় এসে লিভ-ইন করতেন তাঁরা। এমনকি দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ‌ও পাকা হয়ে গিয়েছিল। ‌ কিন্তু হঠাৎই ছন্দপতন। ফ্ল্যাটে নিজের হবু স্বামী তথা অভিনেতাকে অন্য মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন হবু স্ত্রী! আর তারপরই ভেঙে যায় বিয়ে। ‌‌

কথা বলছি টলিউডের অন্যতম জনপ্রিয় টেলি অভিনেতা সুমন দে এবং তাঁর প্রাক্তন বান্ধবী সুরভী সান্যালের। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে ঘটা করে নিজেদের সম্পর্কের কথা জাহির করেছিলেন সুমন। এই মুহূর্তে ‘তুমি যে আমার মা’ সিরিয়ালে তাঁকে দেখছেন দর্শকরা। এই নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করার পরেই অভিনেত্রী সুরভি সান্যালের সঙ্গে সম্পর্কে ভাঙন ঘটে অভিনেতার।‌

গুঞ্জন উঠেছে, জনপ্রিয় টেলি অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্যের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সুমন দে। যদিও এমন অভিযোগ মাথা পেতে নেন নি অভিনেতা। তবে যুগলকে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। ক’দিন আগেই অত্যন্ত ঘনিষ্ঠভাবে একটি জন্মদিনের ছবিতে দেখা মিলেছিল রোশনি এবং সুমনের। জানা যায় দু’জনের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন সুরভি আর সেই জন্যই শুরু হয় অশান্তি।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে দুজনেই মুখ খুলে ছিলেন।‌‌ কিন্তু ব্যক্তিগত প্রশ্নের তেমন কোন‌ও জবাব দেননি দুজনেই। যথারীতি হাসি, ঠাট্টার ছলে এড়িয়ে গেছেন সব প্রশ্নের জবাব। তবে কাজের মাঝেই তাঁদের দুজনের সম্পর্কের সমীকরণ যে বেশ গভীর তা তাঁদের কথাবার্তাতেই স্পষ্ট! কাজেই সুরভির আশঙ্কা যে খুব অমূলক ছিল না তা বলাই যায়।

Related Articles

Back to top button