আবার বিয়ের পিঁড়িতে পঞ্চমী-কিঞ্জল! এদিকে ক্ষোভের আগুনে পুড়ছে চিত্রা! টিআরপি মাত করবেই, বলছে দর্শক

স্টার জলসার অন্যতম একটি ধারাবাহিক হল ‘পঞ্চমী’। অন্যান্য গল্পের থেকে একটু অন্যরকম গল্প নিয়ে তৈরী এই ধারাবাহিক। বাস্তব জীবনের থেকে একটু দূরে গিয়ে কাল্পনিক কাহিনীতে মোড়া এই ‘পঞ্চমী’র এই গল্প। উক্ত ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্ত।

ধারাবাহিকের প্রথম থেকেই অবাস্তব সব জিনিস ঘটে যেতে দেখেছি। যেমন মানুষকে নাগিন হতে, আবার নাগিনদের মধ্যে স্বামীকে নিয়ে লড়াই ইত্যাদি। সম্প্রতি পঞ্চমীর বিয়ে দেখেও এক হাস্যরসের সৃষ্টি হয়েছে। আমরা জানি, প্রথমদিকে পঞ্চমী নিজেও জানতোনা তার মধ্যে যে অদ্ভুত শক্তি এবং ক্ষমতা রয়েছে।

তারপর সেই পঞ্চমীর সঙ্গে হঠাৎই শহরের এক ছেলে কিঞ্জলের বিয়ে হয়ে যায়। কিঞ্জলের মা পঞ্চমীকে পছন্দ করে বিয়ে দেয় তার ছেলের সঙ্গে। কারণ তার ছেলের সাপের ছোবলে মৃত্যু যোগ রয়েছে। আর তাই সে ভাবে পঞ্চমী কিঞ্জলকে রক্ষা করবে। কিন্তু পরে সে জানতে পারে, পঞ্চমী নিজে একজন স্যাপ, তাই পঞ্চমীকে তাড়িয়ে দেয় কিঞ্জলের জীবন থেকে। কিন্তু তারপরও পঞ্চমী সর্বদা কিঞ্জলকে আগলে রাখে।

তারপর পঞ্চমীর জীবনে আসে এক নতুন মোড়। সে জানতে পারে পঞ্চমীর সন্তান পৃথিবীতে আসতে চলেছে। পঞ্চমী ভবিষ্যতের ঘটনা আগেই জানতে পারে। ঠিক সেই মতো এই খবরও জানতে পেরে এবার পঞ্চমীর মাথায় পাহাড় ভেঙে পড়ল। কারণ পঞ্চমী যদি গর্ভবতী হয় তাহলে সে আর কিঞ্জলকে বাঁচাতে পারবে না। আর তার উপায় হিসাবে সে নিজেকে নাগিন থেকে মুক্ত করে।

এবার এল পঞ্চমীতে এক মহাপর্ব! কিঞ্জলের সঙ্গে আবার নতুন করে বিয়ে হল পঞ্চমীর। এদিকে বিয়ের সাজে পঞ্চমী অন্যদিকে ক্ষোভে ফেটে পড়ে চিত্রা। সে বহুসময় কিঞ্জলের ক্ষতি করতে যায়, কিন্তু পঞ্চমী তাকে রক্ষা করে সর্বদা। নাগিন থেকে এবার মানুষ হয়ে পঞ্চমীর নতুন যাত্রা শুরু। শুরু হতে চলেছে ‘পঞ্চমী’ ধাবাহিকের নতুন অধ্যায়। উক্ত পর্ব নিশ্চিত টিআরপি মাত করবে।

Related Articles

Back to top button