আজকেই শুরু হল বৌমা একঘর, আর এরমধ্যেই চলে এলো সিরিয়ালের নতুন প্রোমো! কেমন হল প্রথম দিনের এপিসোড?জানালেন দর্শকরা

দর্শকদের চাহিদার জন্য নতুন নতুন সিরিয়াল আনে চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউজ।মানুষ নতুন সিরিয়াল দেখতে ভালোবাসে কারণ পুরনো সিরিয়াল গুলো অনেকটাই একঘেয়ে গল্পের জন্য বিরক্তিকর হয়ে যায়। তাই স্টার জলসা এবং জি বাংলা পাল্লা দিয়ে আনছে নতুন সিরিয়াল।

আজ থেকে শুরু হল স্টার জলসার নতুন সিরিয়াল বৌমা একঘর। আবার অন্যদিকে রাত সাড়ে নয়টা থেকে শুরু হবে জি বাংলার নতুন সিরিয়াল লালকুঠি। স্টার জলসার সিরিয়াল কেমন হলো সেটা একটু এবার জেনে নেওয়া যাক।

রাজু এবং টিয়ার অসাধারণ কেমিস্ট্রি মানুষের খুব ভালো লেগেছে। হাসতে হাসতে তারা গড়াগড়ি খেয়েছেন। অনেকের পুরো দৃশ্যটা ভালো লেগেছে অনেকের আবার কিছু কিছু দৃশ্য ভালো লেগেছে। সব মিলিয়ে প্রথম দিনেই ঝড় তুলে দিয়েছে বৌমা একঘর। সকলেই বলছেন যে এবার কিন্তু পিলুকে ভালো চিত্রনাট্য নিয়ে আসতে হবে। না হলে পিলু স্লট হারাবে খুব শীঘ্রই।

আর শুরু হওয়ার প্রথম দিনেই সিরিয়ালের নতুন প্রোমো নিয়ে চলে এলো স্টার জলসা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার বৌমা চুরি হবে।ভাগ্যের ফেরে বিয়ে হবে রাজু এবং টিয়ার তারপরে শ্বশুরবাড়িতে টিয়া কী করে সেটাই দেখার।

Back to top button