Slot Change: স্লট হারা এই জনপ্রিয় ধারাবাহিক! চূড়ান্ত ব্যার্থ টিআরপিতে! দুপুরের স্লটে পাঠানো হচ্ছে এই ধারাবাহিককে

বলা ভালো এখন আর বাংলা টেলিভিশনের(Television) পর্দায় কোন‌ও ধারাবাহিক পাঁচ-ছয় মাস ধরে চলেনা। এখন টেলিভিশনের পর্দায় ধারাবাহিকগুলির আয়ু কয়েক মাস বা মেরেকেটে এক বছর।‌ আর তাই অনেক সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত বন্ধের মুখ দেখছে অনেক ধারাবাহিক(Serial)। যেমন সম্প্রতি স্টার জলসার পর্দায় মাত্র মাস দুয়েক চলে বন্ধ হয়ে গেছে ধারাবাহিক ‘বালিঝড়।’

যদিও এর আগে বহু ক্ষেত্রে সময়ের আগেই কাহিনী অসমাপ্ত রেখে বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিক। যেমন ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘বৌমা এক ঘর’, ‘মাধবীলতা’। আর নবতম সংযোজন ‘বালিঝড়।’ তবে খারাপ টিআরপি নিয়েও টিকে রয়েছে জি বাংলার ধারাবাহিকগুলি। আসলে টিআরপি‌ তালিকায় খারাপ পারফরম্যান্স করলেও এই মুহূর্তে জলসার মতো অন্য কোনও ধারাবাহিককে এত সহজে বন্ধ করে দিতে চাইছে না জি বাংলা। তবে সময়ের দাবি মেনে স্লট বদল করছে তাঁরা।

জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ফুলকি। রাত ৯টার স্লটে পাঠানো হবে এই ধারাবাহিককে বলে জানা গেছে। আসলে জি বাংলার যে সমস্ত ধারাবাহিকের এই মুহূর্তে টিআরপি কম সেই সমস্ত ধারাবাহিকগুলিকে দুপুরের স্লটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, কম টিআরপির জন্য‌ই ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটিকে দুপুরের স্লটে পাঠায় চ্যানেল।

প্রসঙ্গত উল্লেখ্য, তখন‌ই নাকি উক্ত স্লট পরিবর্তন হ‌ওয়া ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে চ্যানেল জানায় আরও দুটি ধারাবাহিককে দুপুরের স্লটে পাঠানোর চিন্তাভাবনা চলছে। কোন কোন সেই ধারাবাহিক? যথাক্রমে এই দুই ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল ও সোহাগ জল। এই দুই ধারাবাহিককে দুপুরের স্লটে পাঠানোর দাবি জোরালো হয়েছিল। শোনা যাচ্ছে এবার খুব শীঘ্রই স্লটহারা হতে চলেছে সোহাগ জল। অত্যন্ত কম টিআরপির জন্য এই ধারাবাহিকটিকে দুপুরের স্লটে পাঠাচ্ছে চ্যানেল বলে খবর।‌

Related Articles

Back to top button