পাঞ্জাবি, লম্বা চুলে ‘খোকাবাবু’র আমেজ ফিরিয়ে এবার ‘মহারাজ’ হলেন প্রতীক! ‘উড়ান’-এ নতুন রসায়ন প্রতীক-রত্নপ্রিয়ার! প্রকাশ্যে প্রোমো

জ’ল্পনা সত্যি করে টেলিভিশনে ফিরছেন অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি। বহু অপে’ক্ষার পর সামনে এলো প্রোমো। একেবারে ভিন্ন চরিত্রে ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা। মা’দ’কাসক্ত প্রতীক‌ (Pratik Sen) যেন বিগ’ড়ে যাওয়া পুরুষ! যাকে হা’তেগ’ড়ে মানুষ করবে লক্ষীমন্ত পূজারিণী।

জলসা পর্দায় আসছে পরপর নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ‘রোশনাই’-এর প্রোমো। সেই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন অভিনেতা শন ব্যানার্জি এবং অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। শনের পর এবার ক্যামব্যাক করতে চলেছেন জলসার ঘরের ছেলে প্রতীক সেন। যদিও ‘সোনাতিক’ জুটির ছে’দ ঘটিয়ে নতুন নায়িকার সঙ্গে রসায়নে মাতবেন প্রতীক।

বর্তমানে ধারাবাহিক জগতে চূড়ান্ত প্রতিযোগিতা। অ’ল্প কয়েক দিনের মেয়া’দে শে’ষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। টেলিভিশন পর্দায় ‘খোকাবাবু’ মেগার মাধ্যমে দর্শক মহলে কাছে জনপ্রিয় হয়ে ওঠেন প্রতীক। এরপর স্টার জলসার পর পর দুই ধারাবাহিক অভিনেতাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা। মোহর এবং এক্কা দোক্কা ধারাবাহিকে প্রতীকের বিপরীতে ছিলেন সোনামণি সাহা।‌ জুটির তুমুল জনপ্রিয়তা আজ অক্ষুন্ন রয়েছে দর্শক মনে।

প্রতীক সেনের নতুন ধারাবাহিকের খবর চাউর হতে নায়িকার চরিত্রে সোনামণিকে দেখার জন্য প্রহর গুনছিলেন অনুরাগীরা। তবে জলসার আকস্মিক সিদ্ধান্তে প্রতীকের বিপরীতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয় দাসকে। ‘উড়ান’ ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম পূজারিণী। ‌অন্যদিকে প্রতীকের নাম মহারাজ। ‌ ‘সোনাতিক’ নয় এবার জলসা পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। প্রথম ঝলকেই দর্শকদের মন কেড়েছেন পূজারিণী। ‌

‘উড়ান’ ধারাবাহিকে প্রতীকের চরিত্রটি সঙ্গে মিল রয়েছে ‘খোকাবাবু’ ধারাবাহিকের। যদিও এখানে তিনি মহারাজ। গ্রামের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র বিশেষ কারণে বিগড়ে গিয়েছেন হঠাৎ! মাদ’কা’সক্ত হয়ে রাস্তায় পড়ে যান প্রতীক! সকাল থেকে রাত পর্যন্ত দল বল নিয়ে ঘুরে বেড়ানো তার কাজ! অন্য দিকে ‌পূজারিণী শান্ত স্বভাবের ভালো মেয়ে। সবার খেয়াল রাখেন, সবার উ’প’কার করেন। ফুলের দোকানী পূজারিণীর হাত দিয়েই জীবনে সোনার কাঠি ছোঁবে মহারাজ। জলসার আকাশে উড়বে এবার প্রতীক-রত্নপ্রিয়ার প্রেমের ‘উড়ান’।

Back to top button