TRP LIST: আজ রাখী বন্ধনের দিন গোপালের আশীর্বাদে ফের টপার হল মিঠাই! ঋদ্ধির দাদুর বুদ্ধিতে মাত করলো গাঁটছড়া, দেখুন পুরো টিআরপি তালিকা

আজ হিন্দুদের পবিত্র রাখী বন্ধন উৎসব। এর পিছনের পৌরাণিক ইতিহাস আমাদের সকলের জানা। যখন শ্রীকৃষ্ণ হাতে আঘাত পেয়েছিলেন তখন দ্রৌপদী কিছু না ভেবেই নিজের কাপড়ের পাড় ছিড়ে তার হাতে বেঁধেছিলেন। আর তারপর বস্ত্রহরণের সময় দ্রৌপদী যখন আকুল হয়ে শ্রীকৃষ্ণের স্মরণ করছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে আকাশ থেকে বস্ত্র দান করে তার সম্মান রক্ষা করেছিলেন।এই ভাবেই তৈরি হয় ভাই বোনের মধ্যে রক্ষাবন্ধনের সম্পর্ক।মূলত অবাঙালিদের উৎসব হলেও পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এটি বাংলায় প্রচলন করেন তারপর থেকে বাঙালিরা ও রাখীপূর্ণিমা পালন করে।

আজ পবিত্র রাখি পূর্ণিমা আর জয় গোপালের মাহাত্ম্যের টিআরপি টপার হল মিঠাই। এই নিয়ে মোট ৫৪ বার টপর হওয়া হয়ে গেল তার আর কুড়ি ৩০ বার হয়ে যেতে পারলেই সকল রেকর্ড ব্রেক করে দেবে মিঠাই। এই খবর পেয়ে ভীষণ খুশি মিঠাই এর ভক্তরা তারা বলছেন যে গোপালের আশীর্বাদেই তো মিঠাই পেল এত বড় সম্মান তাও রাখি বন্ধনের দিনে।

১ম •• মিঠাই (৮.৭) TOPPER
২য় •• গাঁটছড়া (৮.১)
৩য় •• লক্ষ্মী কাকিমা / আলতা ফড়িং (৭.৭)
৪র্থ •• গৌরী এলো (৭.৬)
৫ম •• ধুলোকণা (৬.৫)

🔹 Ismart Jodi [Bumper Finale] – (3.6)

আসুন দেখে নিই পুরো তালিকা:

5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (৩.৬) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : গোধূলি আলাপ (৪.০) | পিলু (৪.৪)
6:30 PM : সাহেবের চিঠি (৫.২) | খেলনা বাড়ি (৫.২)
7:00 PM : গাঁটছড়া (৮.১) | উমা (৬.২)
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৭.৬)
8:00 PM : ধুলোকণা (৬.৫) | মিঠাই (৮.৭)
8:30 PM : মন ফাগুন (৬.০) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
9:00 PM : এক্কা দোক্কা (৫.২) | এই পথ যদি না শেষ হয় (৬.০)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.২) | লালকুঠি (৫.০)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৫) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৯)
10:30 PM : বৌমা একঘর (২.৩) [Last Week] | উড়ন তুবড়ি (৪.২)
11:00 PM : সাহেবের চিঠি (১.৫) (R) | শিশু ভোলানাথ (২.১)

✨NON FICTION✨
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৭.০)
দিদি No.1 [সানডে ধামাকা] (৮.১)
Ismart Jodi (২.৯)
Ismart Jodi [Bumper Finale] (৩.৬)

Back to top button