এবার মিশকার দশ ভয়ানক রূপের দর্শন মিলতে চলেছে! দেখে ভয়ে কাঁপছে সূর্য

স্টার জলসার (Star jalsha) একটি জনপ্রিয় মেগা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি দর্শকমনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। প্রথম থেকেই স্টার জলসাকে এই মেগা দিয়ে চলেছে দারুন দারুন টিআরপি। ধারাবাহিকে বর্তমানে দারুন দারুন চমক আসছে। আমরা জানি, বহু বছর পর ধারাবাহিকের সূর্য (Surjyo) ও দীপার (Deepa) মিল হয়েছে।

দীপার আগমনে সেনগুপ্ত বাড়ি আনন্দে মেতে উঠেছিল। কিন্তু মিশকা (Mishka) সেই আনন্দে জল ঢেলে দিল। মিশকার কথায়, সে সূর্যের সন্তানের মা হতে চলেছে। যদিও আমরা জানি, সূর্যের স্পার্ম ব্যবহার করে অবৈধ ভাবে এই কাজটি সে করেছে। সূর্য সহ কেউই মিশকার কথা বিশ্বাস না করলে মিশকা প্রমান সামনে রাখে।

এরপরই ঘটে যায় এক ভয়ানক কান্ড। সূর্যকে মিশকার খুন ও তার দেহ লুকিয়ে রাখার জন্য গ্রেফতার করা হয়। দীপা সূর্যকে কথা দেয়, দেবীপক্ষের আগেই সূর্যকে সে নির্দোষ প্রমান করবে। এদিকে মিশকা নানান ছদ্মবেশে দীপাকে মারা জন্য উঠেপড়ে লাগে। মিশকা ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছে, যে নিজের ভালোবাসারও ক্ষতি করছে।

মিশকার কথায়, যদি সূর্য তার না হয় তাহলে সে কারোর হতে দেবে না। মিশকা সূর্যকে মেরে নিজের সন্তান রূপে তাকে আবার ফিরে পেতে চায়। আর তাই জেলের এক পুলিশকে হাত করে সূর্যের জন্য কফি পাঠায়। আর সেই কফি খেয়ে সূর্য অসুস্থ হয়ে পরে। সূর্যকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরআগে মিশকা একবার বুড়ি, একবার সাধিকা, একবার চা ওয়ালা সেজে সামনে এসেছে। এবার সে হাসপাতালের ডাক্তার বেশে সূর্যের কেবিনে ঢুকলো। দীপার থেকে দূরে সরাতে সূর্যের হাত বেঁধে দিল। মিশকা বলে, যদি সূর্য মিশকাকে মেনে না নেয় তাহলে মিশকা সূর্যকে সহ সেনগুপ্ত বাড়ির সকলকে মেরে ফেলবে। এবার সূর্য কি করবে? সে কি বাঁচাতে পারবে নিজের পরিবারকে?

You cannot copy content of this page