টিআরপিতে পিছিয়ে গেলো স্টার জলসা! অনুরাগের ছোঁয়া টপে থাকলেও শেষের মুহূর্তে স্লট পেলো আরেক সিরিয়াল! জগদ্ধাত্রী নেই, রইলো তালিকা

বৃহস্পতিবার দিন দর্শকদের মধ্যে টিআরপি নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোন সিরিয়াল পিছিয়ে গেল সেটা নিয়ে যেমন টানটান উত্তেজনা থাকে তেমন উত্তেজনা থাকে যে সিরিয়াল পিছিয়ে গেল তার পরবর্তীতে ফলাফল কী হতে চলেছে সেটা নিয়ে। এই মুহূর্তে এমন অনেক সিরিয়াল রয়েছে যেগুলির স্লট পাল্টে গেছে কিংবা শেষের মুহূর্তে এগিয়ে এসেছে।

বিগত কয়েক মাসে আমরা দেখেছি এমন অনেক ভালো ভালো গল্প হারিয়ে গেছে কারণ তাদের টিআরপি পায়নি। বাংলা টেলিভিশনে টিআরপি যে শেষ কথা সেটা স্পষ্ট বোঝা গেছে। তাই এই লড়াইয়ে কোনও চ্যানেল আরেক চ্যানেলকে একচুল জায়গা যেমন ছেড়ে দেয় না তেমনি একটি চ্যানেলের বিভিন্ন সিরিয়াল একে অপরকে জায়গা ছেড়ে দিতেও নারাজ।

আজ এলো এই সপ্তাহের ফলাফল। ফলাফলে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগের সপ্তাহ এবং এই সপ্তাহের প্রথম স্থানে পাল্টে গেছে নাম। এর আগের আগের সপ্তাহে অনুরাগের ছোঁয়া ছিল সেরা আর গত সপ্তাহে অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী একসঙ্গে প্রথম হয়েছে। কিন্তু এই সপ্তাহে প্রথম স্থান ধরে রেখেছে শুধুমাত্র অনুরাগের ছোঁয়া। আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল গৌরী এলো, আর এই সপ্তাহে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী নেমে গেছে। আগের সপ্তাহে তৃতীয় স্থানে ছিল নিম ফুলের মধু আর এই সপ্তাহে এই স্থানে রয়েছে গৌরী এলো। চতুর্থ স্থানে গত সপ্তাহে ছিল রাঙা বউ আর এই সপ্তাহে তার স্থান পরিবর্তন হয়ে হয়েছে পঞ্চম স্থান। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। গত সপ্তাহের সঙ্গে একই ধারায় এই সপ্তাহে বাংলা মিডিয়াম পঞ্চম স্থানে রয়েছে। রাঙা বউ চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে। এদিকে গোধূলি আলাপ স্টার জলসার এই সিরিয়াল শেষ হওয়ার মুখ এবং সেটা ঘোষণা হয়ে গেছে। বিদায় নেওয়ার আগে স্লট পেয়েছে এই সিরিয়াল। সেটা বড় সাফল্য বা জয় বলে মনে করছে এই সিরিয়ালের ভক্তরা।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• অনুরাগের ছোঁয়া ৭.৫
২য় •• জগদ্ধাত্রী ৭.০
৩য় •• গৌরী এলো ৬.৮
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৪
৫ম •• রাঙা বউ / বাংলা মিডিয়াম ৫.৫

Trending ••
রামপ্রসাদ – ৩.২
মিঠাই – ২.৪
ইচ্ছে পুতুল – ৩.৪
মুকুট – ৩.৪

Back to top button