TRP: টানা চার সপ্তাহ বেঙ্গল টপার! টলানো যাচ্ছে না স্টার জলসার জগদ্ধাত্রীকে! হাসি ফুটেছে জ্যাস সান্যালের ভক্তদের

বৃহস্পতিবার হলেই বাঙ্গালি দর্শকদের মনের চিন্তা আর দুশ্চিন্তার পাহাড় জমতে থাকে। কারণ এই দিনে সিরিয়ালের ফলাফল নির্ণয় হয়ে যায়। এই একটা দিনে ই আগামী সিরিয়ালের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা অনুমান করতে পারে দর্শকরা এবং ধারাবাহিক নির্মাতারা।

এই সপ্তাহের ফলাফল চলে এসেছে আজ এবং তা দেখে আনন্দে লাফাচ্ছে জগদ্ধাত্রী ভক্তরা। কারণ এই নিয়ে পরপর চারবার সেরা পাঁচে সবার প্রথমে রয়েছে পুলিশ অফিসার জ্যাস সান্যাল। হাজার চেষ্টা করেও বাকি সিরিয়ালগুলি তাকে নিজের গদি থেকে সরাতে পারছে না।

আর এর জন্য দর্শকরা মনে করছে সিরিয়ালের টানটান চমক এবং গল্পের বাঁধনের কৃতিত্ব রয়েছে পুরোটাই। তার পাশাপাশি রয়েছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূর ভালো অভিনয় দক্ষতা। তাই গত ৪ সপ্তাহ ধরে দর্শক দে সবথেকে বেশি স্টার জলসার জগদ্ধাত্রীকেই দেখছে এটা প্রমাণিত হয়ে গেছে।

এবার এক নজর দেখে নিন এই সপ্তাহের ফলাফল:

১ম •• জগদ্ধাত্রী ৮.৮ TOPPER

২য় •• খেলনা বাড়ি ৮.২

৩য় •• অনুরাগের ছোঁয়া ৭.৬

৪র্থ •• গৌরী এলো ৭.৫

৫ম •• নিম ফুলের মধু ৭.৩

Back to top button