Bangla Serial

Ekka Dokka: প্রতীক সেন মেলাতে এসেছে রাধিরাজকে! তাহলে প্রতীকের নায়িকা কে? গল্পে আসছে আরও এক নতুন মুখ

স্টার জলসা একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোনামনি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। এই ধারাবাহিকে প্রথম থেকে রাধিকা পোখরাজের জুটি দর্শকের কাছে দারুন ভাবে প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি দেখা গেছে ধারাবাহিক আরও এক জনপ্রিয় অভিনেতার প্রবেশ ঘটেছে যার নাম প্রতীক সেন।

এর আগে সোনামণি এবং প্রতীকের জুটি দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় একটি জুটি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মোহরে’ তাদের দুজনকে একসাথে দেখেছে দর্শক। এই জুটি ভীষণ ভাবে জনপ্রিয় দর্শকমহলে। সবসময় তাদেরকে একসাথে ক্যামেরার সামনে এক সাথে দেখতে চাইতো দর্শক। কিন্তু তারা আলাদা আলাদা অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে শুরু করেছিলেন।

কিন্তু প্রতীক সেনের অভিনীত সিরিয়াল ‘সাহেবের চিঠি’ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেছে। আর তারপরেই ‘এক্কাদোক্কা’তে নতুন চরিত্রে প্রবেশ করলেন প্রতীক সেন। এবার অনেকে মনে করছে তাহলে কি পোখরাজকে সরিয়ে দেওয়া হবে? নাকি অন্য কোনো অভিনেত্রী আসবে দ্বিতীয় লিড চরিত্রে।

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,
“স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল এক্কা দোক্কা সিরিয়ালে এন্ট্রি নিল প্রতিক সেন!!
তাদের নিউজ অনুযায়ীঃ
এক্কা প্রাইম স্লটে থেকোও স্লট লিড থাকলেও ভালো টিআরপি দিতে না পারায় অভিনব উদ্যোগ নিল লীনা গঙ্গোপাধ্যায়!!

জনপ্রিয় অভিনেতা প্রতিক সেনকে কাস্ট করলেন দ্বিতীয় লীড হিসেবে!!
সম্ভবত টেলি পাড়ার জোর গুঞ্জন
আরো এক জনপ্রিয় অভিনেএী এন্ট্রি নিতে চলছে এক্কা দোক্কায়
সম্ভবত রুকমা রয় কিংবা ইধিকা পালকে দেখা যাবে দ্বিতীয় লীড হিসেবে “।

Related Articles

Back to top button