Bangla Medium: “কৃষ্ণকলি পার্ট ২ আসছে”! অতীতের ভুল শুধরে নেওয়ার সন্ধিক্ষণে বিক্রম! কাছাকাছি আসছে ইন্দিরা-বিক্রম

এক অন্যরকমের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। গল্পের শুরুতে বিষয় ছিল, বাংলা মিডিয়ামে পড়েও যোগ্য মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন। আর সেটাই ইংলিশ মিডিয়ামের চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরছিল ধারাবাহিকের নায়িকা ইন্দিরা সরকার। অল্প দিনের মধ্যেই তাই এই গল্প বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।

ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বাংলা মিডিয়ামকেও সঠিক সম্মানীয় স্থান ফিরিয়ে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল ধারাবাহিকের নায়িকার কাছে। কিন্তু সময়ের সাথে সেই উদ্দেশ্য থেকে অনেকটা সরে এসেছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিকের গল্পের মতোই একই পথে হাঁটতে থাকে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প যেমনই হোক না ঘুরেফিরে বিয়ের প্রসঙ্গ আসবেই। আর এই ধারাবাহিকের বিয়েও হয় উদ্ভট সব নিয়মে।

মদ্যপ অবস্থায় নায়িকা ইন্দিরার সঙ্গে ঠাকুমা তার নাতির বিয়ে দেয়। এদিকে বিয়ে করতে নারাজ দুজনেই। আর তারপরই স্টার জলসার এই সিরিয়াল ছাড় পেল না ট্রোলের হাত থেকে। নায়কের ঠাকুমার পছন্দ পাত্রীর সঙ্গে নাতিকে বিয়ে দিতে নায়িকাকে শরবতে অচৈতন্য হওয়ার ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। যা দেখে হাস্যরসের সৃষ্টি হয়েছে দর্শকদের মনে।

উল্লেখ্য, ধারাবাহিকে নায়িকার ইন্দিরা সরকার-এর চরিত্রে অভিনয় করছেন তিয়াস লেপ্চা এবং নায়ক বিক্রম চ্যাটার্জী অর্থাৎ ভিকির চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য। দুজনের বিয়ে দুজনেই সমাজের সামনে মেনে নিলেও মনে মনে সেই বিয়েতে খুশি নয় তারা। এবার তারমাঝেই এল এক পুরোনো অতীত। যা গল্পের মোড় আরও একবার ঘোরালো।

সম্প্রতি আসা একটি প্রোমো থেকে জানা যাচ্ছে, ইন্দিরার বাবার মৃত্যুর কারণ ইন্দিরার স্বামী ভিকি। যা নতুন করে সমস্যা এলে দিল তাদের জীবনে। এবার এটাই দেখার তারা আদোও কি আবার সব ভুল শুধরে নতুন জীবন শুরু করবে! নতুন এই প্রোমো আসতেই কম্যান্টের ঝড় ওঠে নেটদুনিয়ায়।

Related Articles

Back to top button