Bangla Serial

Guddi: আবার গুড্ডি যুধাজিতকে বিয়ে করছে কিন্তু কাউকে দেখানোর জন্য না একসঙ্গে থাকতে চায়! “অনুজের কপাল পুড়লো “, হেসে কুটিকুটি দর্শক

লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই হাজার একটা মজার ঘটনা। আসলে তাঁর লেখা সিরিয়াল দেখতে বসা মানেই দর্শকদের কিছু জিনিস জেনে নিতে হবে, এক তাতে প্যাঁচানো প্রেম কাহিনী থাকবে না, তা হবে না। স্টার জলসার (Star Jalsa) গুড্ডিও (Guddi) তার ব্যতিক্রম নয়! ত্রিকোণ প্রেম, পর’কীয়া, নিজেকে নিজেই বিয়ে, অদ্ভুতুড়ে বিয়ে এসব তো থাকেই। এবার ধারাবাহিকের স্বভাব গল্পের গরু গাছে চড়িয়ে দেওয়ার। তার মাঝেই বিয়ের কতরকম কারসাজি।

এই ধারাবাহিক খ্যাত বিয়ের মণ্ডপে নিজেকে নিজেই সিঁদুর পড়ানোর জন্য। হ্যাঁ, ঠিকই ধরে ফেলেছেন কথা হচ্ছে গুড্ডি ধারাবাহিককে নিয়ে। এই বিয়ের সিন নিয়ে সোশ্যাল মিডিয়া এককালে কম তোলপাড় হয়নি। সেই ত্রিকোণ প্রেম। চরিত্রগুলো হল, অনুজ, গুড্ডি আর শিরিন। এই অনুজকে নিয়ে গুড্ডি, শিরিনের টানাটানির শেষ নেই।

কিন্তু সেইখান থেকে একের পর এক পরিস্থিতিতে নিজেকে নিজেই সিঁদুর পড়িয়েছিলেন গুড্ডি। আর সেই সিন দেখে দর্শকদের কম ট্রলের শিকার হতে হয়নি। কিন্তু এমন পরিস্থিতি হঠাৎ তৈরিই বা হয়েছিল কেন। চাপে পড়ে গুড্ডি ও যুধাজিতের মধ্যে বিয়ে ঠিক হয়। বিয়ের পিঁড়িতও তৈরি। কিন্তু খবর আসে বিয়ের দিনই গাড়িতে অ্যাকসিডেন্ট করে অনুজ।

নিজের প্রিয় “স্যারজি”র এরকম খবর পেয়ে কি আর বিয়ে করতে পারত গুড্ডি? স্বাভাবিক ভাবেই বিয়ে থেকে চলে যায় হাসপাতালে। তার ফলে যুধাজিতের মাও এই বিয়ে বাতিল করে দেয়। কিন্তু পরে শিরিন জানায়, সে সন্তানসম্ভবা। আর তাঁর পেটে অনুজের বাচ্চা আছে। সেইসব পরিস্থিতি থেকে সামলে যুধাজিতের সঙ্গে বিয়ে করেন।

তারপর কেটে গিয়েছে অনেকগুলো সময়। মাঝে হয়ে গিয়েছে অনেক কিছু। যুধাজিৎকে আবার তো বিয়েই করছে গুড্ডি। কিন্তু এবারের বিয়েটা একটু আলাদা। দর্শকদের চোখে বাঁধা পড়েছে সেটা। আর সেটা নিয়ে দর্শকরা রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে আলোচনা করে নিচ্ছে।

যুধাজিৎকে এই বিয়েটা ওই জোর করে নিজেকে নিজেই সিঁদুর পরিয়ে দেওয়ার মতো বিয়ে নয়। বরং বিগত বেশ কিছু এপিসোড দেখে রীতিমতো বুঝতে পারছে যে এই বিয়েটা আর কাউকে দেখাবার জন্য নয়, মনে হচ্ছে সত্যি সত্যিই যুধাজিতের জন্য বিয়ের করছে, তার সঙ্গেই থাকতে চাইছে। এবার শুধু অপেক্ষা আগে কী হয় দেখার!

Related Articles

Back to top button