অভিনেত্রীই হতে চেয়েছিলেন, তবে সুযোগ না পেলে কিনা এই পেশা গ্রহণ করতেন নোলক সোমু সরকার!

মাত্র কয়েক মাস আগেই স্টার জলসা শুরু হয়েছে নতুন ধারাবাহিক গোধূলি আলাপ। একটি অসম বয়সের প্রেমের সম্পর্ক নিয়ে আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

তাই দর্শকদের প্রশ্নের মুখে পড়েছিলেন এই ধারাবাহিকের নির্মাতারা। এমনকি মুখ্য চরিত্রে অভিনয় করা কৌশিক সেনকে নিয়েও প্রশ্ন করা হয়। কিন্তু সিরিয়াল শুরু হতেই দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছে।

কৌশিক সেনের মত তাবড় দমদার অভিনেতার সঙ্গে প্রথমবার কাজ করছে সোমু সরকার। এটাই তার অভিনয় জগতে হাতেখড়ি হলেও খুব তাড়াতাড়িই দর্শকদের মন জয় করে ফেলেছে সে।

ধারাবাহিকে নোলক এক বহুরূপীর চরিত্রে অভিনয় করছে। শহরের নামজাদা উকিল অরিন্দম রায়ের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন।

অসম বয়সী দুজন মানুষের দাম্পত্য জীবনের গল্প বলছে এই ধারাবাহিক। সিরিয়াল না দেখেই সিরিয়াল বন্ধেরও দাবি জানায় দর্শকদের একাংশ। কিন্তু এক মাসের মধ্যেই মন পাল্টে যায় তাদের। সোমুকে আগে দেখা গিয়েছিল আকাশ আট চ্যানেলের ধারাবাহিক ‘ইকির মিকির’-এ সেকেন্ড লীড রোলে। এদিকে পড়াশোনা করেছে সাংবাদিকতা নিয়ে। তবে অভিনয় তার বরাবরই পছন্দের ছিল। যদি অভিনয়ের দিকে তার ভাগ্য না খুলত, তা হলে হয়তো ভিডিয়ো এডিটর হতো সোমু।

Related Articles

Back to top button