TRP: মিলল আমাদের ভবিষ্যৎবাণী, এই সপ্তাহে রেকর্ড নম্বর পেয়ে টপার হল গাঁটছড়া! কিন্তু মিঠাইয়ের এ কী হাল, মিঠাই ভক্তদের জন্য আজ লজ্জার দিন

আমরা গত সপ্তাহেই লিখে দিয়েছিলাম যে চলতি সপ্তাহের টপার হওয়ার সমূহ সম্ভাবনা আছে গাঁটছড়ার। আর সত্যি কথা বলতে কিন্তু তাই হয়েছে। গাঁটছড়া চলতি সপ্তাহ ৮.৪ পয়েন্ট টিআরপি নিয়ে প্রথম হয়েছে।কিন্তু খবর তো সেটা নয় কারণ আমরা সকলেই জানতাম যে ফ্যাশন শো দেখানো হয়েছে তাতে এই ধারাবাহিক প্রথম হবে। খবর তো অন্য জায়গায়।

মিঠাই কত বাজে ফলাফল করেছে জানেন? মিঠাই পেয়েছে ৬.৬। যা মিঠাই ধারাবাহিকে সর্বনিম্ন সাম্প্রতিক অতীতে। মিঠাই পঞ্চম স্থানে। গৌরী এলো আবার হারিয়েছে মিঠাইকে চলতি সপ্তাহে।‌ মিঠাই ভক্তরা বিশ্বাসই করতে পারছে না নিজের চোখকে। পড়ুন বাকি কে কীরকম টিআরপি পেয়েছে।

5:00 PM : বিক্রম বেতাল (১.৩) [OPENING]
5:30 PM : গুড্ডি (৩.৬) | দিদি No.1 S9 (২.৬)
6:00 PM : নবাব নন্দিনী (৪.৬) | পিলু (৪.৩)
6:30 PM : সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৮.৪) | জগদ্ধাত্রী (৬.৪)
7:30 PM : আলতা ফড়িং (৭.৮) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৭.৬) | মিঠাই (৬.৬)
8:30 PM : মাধবীলতা (৫.৭) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৫.১)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৪) | লালকুঠি (৪.৪)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৭) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.০)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৪) | উড়ন তুবড়ি (৩.৫)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.০)

রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.৫)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৯)
Dance Dance Junior (৩.৫)

Back to top button