TRP list: কামাল করে দিল উড়ন তুবড়ি! মিঠাইয়ের মুখেও একগাল হাসি তবে শেষ হাসি হাসলো স্টার জলসার কোন সিরিয়াল?

চলে এসেছে চলে এসেছে চলে এসেছে।চলতি সপ্তাহের টিআরপি রেটিং চলে এসেছে। এই সপ্তাহ কিছু এমন হেরফের হয়নি। চমক দেখা যাবে সামনের সপ্তাহে। হাড্ডাহাড্ডি লড়াই হবে মিঠাই এবং গাঁটছড়ার। তবে ধূলোকণা কিন্তু কম্পিটিশন বজায় রেখেছে।

আসুন দেখে নেওয়া যাক টিআরপি লিস্টের পুরো তালিকা।

১ম •• গাঁটছড়া ৮.৪
২য় •• মিঠাই ৮.২
৩য় •• ধুলোকনা ৭.৯
৪র্থ •• গৌরী এলো ৭.৫
৫ম •• আলতা ফড়িং ৭.৪

5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (৩.১) | দিদি No.1 S9 (২.৫)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৯) | পিলু (৪.০)
6:30 PM : বৌমা একঘর (৪.৩) | খেলনা বাড়ি (৫.৪)
7:00 PM : গাঁটছড়া (৮.৪)| উমা (৫.৬)
7:30 PM : আলতা ফড়িং (৭.৪) | গৌরী এলো (৭.৫)
8:00 PM : ধুলোকণা (৭.৯) | মিঠাই (৮.২)
8:30 PM : মন ফাগুন (৬.৯) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.২)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৮) | এই পথ যদি না শেষ হয় (৫.৫)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.২) | লালকুঠি (৫.২)
10:00 PM : গঙ্গারাম (৩.৮) | উড়ন তুবড়ি (৪.৬)
10:30 PM : গ্রামের রানী বীণাপাণি (২.৫) | যমুনা ঢাকি (২.৭)
11:00 PM : জয় গোপাল (১.৮) | মঙ্গলময়ী সন্তোষী মা (১.৮)

রান্নাঘর (১.১)
দাদাগিরি S9 (৫.২)
দিদি No.1[SUN] (৬.৫)
Ismart Jodi (৩.৭)

Related Articles

Back to top button