Trp breaking: একধাপ এগিয়ে এল মিঠাই কিন্তু ধূলোকণা এ কী করে দিল?গো হারান হারল মনফাগুন-তুবড়ি, দেখুন পুরো টিআরপি লিস্ট

সত্যিই মানুষ ভাবে এক আর হয় আর এক। প্রত্যেক সপ্তাহের টিআরপি রেটিং তালিকা বোধহয় এর প্রমাণ।নইলে যেটা দীর্ঘ এক বছর হয়নি এবার সেটাই হলো চলতি সপ্তাহের টিআরপি রেটিংয়ে।

প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে চাতকের মত অপেক্ষা করেন সিরিয়াল প্রেমী মানুষেরা। টিআরপি রেটিং তালিকায় কে প্রথম হল কে দ্বিতীয় হল তা জানার জন্য আগ্রহের শেষ থাকে না। গত এক বছর ধরে মোটামুটি নিয়ম ছিল যে প্রত্যেক সপ্তাহে মিঠাই প্রথম হবে। কিন্তু গাঁটছড়া এসে খেলা ঘুরিয়ে দিল, পর পর টানা নয় সপ্তাহ টপার হলো গাঁটছড়া।তারপরে আবার মিঠাই টপারশিপ কেড়ে নিল গাঁটছড়ার থেকে দুই সপ্তাহ, তারপর আবার গাঁটছড়া প্রথম হয়ে গেল।

ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসেছে চলতি সপ্তাহের টিআরপি লিস্ট আর প্রথম স্থানে রয়েছে সেটা দেখে সকলের চক্ষুচড়কগাছ হয়ে যাবে। গত সপ্তাহে স্লট লিড করেছিল ধূলোকণা এবং মিঠাইকে পাঠিয়ে দিয়েছিল তৃতীয় স্থানে। এবারে মিঠাই এর পয়েন্ট বেড়েছে কিন্তু মিঠাই গোহারান হারলো ধূলোকণার কাছে। চলতি সপ্তাহের টিআরপি রেটিং তালিকায় প্রথম হয়েছে ধূলোকণা। চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়ে দেখিয়ে বাজিমাত করে দিলেন লীনা গাঙ্গুলী। সামনের সপ্তাহ আশা করা যাচ্ছে টিআরপি রেটিং চার্টে প্রথম হবে ধূলোকণা।

১ম •• ধুলোকণা- ৮.১
২য় •• মিঠাই / গাঁটছড়া – ৮.০
৩য় •• গৌরী এলো – ৭.৯
৪র্থ •• আলতা ফড়িং – ৭.৭
৫ম •• অনুরাগের ছোঁয়া / লক্ষ্মী কাকিমা – ৬.৯

খেলাঘর (১.৬)
গুড্ডি (৩.০) | দিদি No.1 S9 (২.৮)

গোধূলি আলাপ (৪.৪) | উড়ন তুবড়ি (৩.৫)

খুকুমণি হোম ডেলিভারি (৪.৯) | পিলু (৬.২)

গাঁটছড়া (৮.০) | উমা (৬.৯)
আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৭.৯)

ধুলোকণা (৮.১) | মিঠাই (৮.০)মন ফাগুন (৬.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)

আয় তবে সহচরী (৬.১) | সর্বজয়া (৫.৪)

অনুরাগের ছোঁয়া (৬.৯) | কড়িখেলা (৪.৪)

গঙ্গারাম (৪.৪) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)

গ্রামের রানী বীণাপাণি (৩.০) | যমুনা ঢাকি (২.৬)

জয় গোপাল (২.১) | মঙ্গলময়ী সন্তোষী মা (২.o)

রান্নাঘর (১.২)
দাদাগিরি S9 (৫.০)
দিদি No.1{SUN} (৫.৮)
Ismart Jodi (৪.১)

Back to top button