TRP: জয় মা জগদ্ধাত্রী! এক সপ্তাহে প্রমো ছাড়াই কামাল করে দিলেন অঙ্কিতা মল্লিক! সৌমিতৃষা বাই বাই, মিঠাই নেই প্রথম পাঁচেই

সত্যি মানুষের ভাগ্যে কখন যে কী হয় আগে থেকে বলা যায় না। গত সপ্তাহে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী স্থান ছিল অনেকটাই পেছনে কিন্তু চলতি সপ্তাহে যা খেলটা দেখালো এই ধারাবাহিক তাতে বলার কিছু নেই। একটু আগে বেরিয়েছে চলতি সপ্তাহে টিআরপি রেটিং লিস্ট আর তারপর থেকে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধারাবাহিকের ভক্তদের মধ্যে।

সবথেকে ভয়ংকর অবস্থা মিঠাই ভক্তদের কারণ মিঠাই ষষ্ঠ স্থান পেয়েছে। ধুলোকণা টপার হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় কীভাবে খেলা পাল্টে দিতে পারেন সেটা আমরা বারবার দেখছি। জি বাংলার মুখ রক্ষা করছে কিন্তু লক্ষ্মী কাকিমা সুপারস্টার আর গৌরী এলো। এবার মিঠাইকে বাদ দিয়ে আর একজন জি বাংলার মুখ উজ্জ্বল করেছে সে হল জগদ্ধাত্রী।ভবিষ্যৎ কী হবে আমরা জানি না কিন্তু প্রথম পাঁচে উঠে এসেছে এই ধারাবাহিক।

5:00 PM : বিক্রম বেতাল (১.৩)
5:30 PM : গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৯)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৬) | খেলনা বাড়ি (৬.১)
7:00 PM : গাঁটছড়া (৭.৯) | জগদ্ধাত্রী (৭.১)
7:30 PM : আলতা ফড়িং (৮.০) | গৌরী এলো (৭.৯)
8:00 PM : ধুলোকণা (৮.২) | মিঠাই (৭.০)
8:30 PM : মাধবীলতা (৫.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৫.৫)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.০) | লালকুঠি (৪.৯)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৭) [OPENING] | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৯)
10:30 PM : গোধূলি আলাপ (৩.২) | উড়ন তুবড়ি (৩.৫)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.২)

✨NON FICTION✨
রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৫.৬)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৫)
Dance Dance Junior (৩.৬)

Back to top button