Bangla Serial

Serial Slot Change: স্টার জলসার স্লটে বড় পরিবর্বর্তন! বদলে যাচ্ছে সব সিরিয়ালের সময়! হঠাৎ এ কী হলো?

ষ্টার জলসার ধারাবাহিকের স্লটে বড় পরিবর্বর্তন। আসছে নতুন ধারাবাহিক, বদলাচ্ছে পুরোনো ধারাবাহিকের সময়। টিআরপি অনুযায়ী সাজানো হচ্ছে সময়সূচি। বাদ পড়ছে কিছু পুরোনো ধারাবাহিকও। ইতির খাতায় নাম লিখিয়েছে গুড্ডি, গাঁটছড়া, কমলা। এবার জেনে নেওয়া যা নতুন এই সূচি।

৫:৩০ টায় বালিঝড় (গুড্ডি শেষ)
৬:০০ টায় ব্লুজের নতুন সিরিয়াল
৬:৩০ টায় বাংলা মিডিয়াম
৭:০০ টায় SVF এর নতুন সিরিয়াল (গাঁটছড়া শেষ)
৭:৩০ টায় রামপ্রসাদ
৮:০০ টায় ম্যাজিকের নতুন সিরিয়াল
৮:৩০ টায় পঞ্চমী
৯:০০ টায় মেয়েবেলা
৯:৩০ টায় অনুরাগের ছোঁয়া
১০:০০ টায় হরগৌরী
১০:৩০ টায় এক্কাদোক্কা
১১:০০ টায় গোধুলি আলাপ

সময়সূচি শুনে ভাবছেন আপনার নিজস্ব কাজের টাইম টেবিল? মিস হয়ে যাবে না তো প্রিয় ধারাবাহিক? না এখনই এতো চিন্তায় পড়ার কিছু নেই। ষ্টার জলসা তার সময় এখনও বদলায়নি। এই সূচি এক নেটিজনের নিজের মনগড়া। তিনি এই সূচি সংক্রান্ত পোস্টটি সোশ্যাল মিডিয়ায় করেছেন। তার এই পোস্টে বেশ কিছুজন সাপোর্টও করেছেন।

টিআরপির অভাবে একের পর এক ধারাবাহিক ইতি টানছে। আগের মতো এখনকার ধারাবাহিক বেশি বছর ধরে চলে না। জনপ্রিয়তার নিরিখে কিছু ধারাবাহিক বেশিদিন টিকে গেলেও বেশিরভাগ সিরিয়াল অল্প দিনেই নাম লেখাচ্ছে বাতিলের খাতায়। পুরোনো ধারাবাহিকের জায়গায় জায়গা করে নিচ্ছে নতুন ধারাবাহিক। এবার এটাই দেখার কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে!

Related Articles

Back to top button