টিআরপিতে ধুন্ধুমার! জমাটি লড়াইয়ে শীর্ষে জগদ্ধাত্রী! সিংহাসনের লড়াইয়ে ফিরলো দীপা! আউট শ্যামলী

একটা সময় এই টিআরপি তালিকা (TRP list ) বাংলা ধারাবাহিক প্রেমীদের কাছে খুব একটা পরিচিত শব্দ ছিল না। এই টিআরপি তালিকার গুরুত্ব‌ও কিন্তু ততটা ছিল না। তবে ধীরে ধীরে বাংলা ধারাবাহিকের পট পরিবর্তন হয়েছে। বদলেছে খোলনচে। এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ নাম টিআরপির।

যে বাংলা ধারাবাহিকে টিআরপি যত ভালো, সেই ধারাবাহিক ততদিন টেলিভিশনের পর্দায় টিকবে এমনটা বলা যায়। অর্থাৎ এখন চ্যানেলে, চ্যানেলে ধারাবাহিককে, ধারাবাহিকে যে তীব্র প্রতিযোগিতা তার মাপকাঠি হলো টিআরপি। এই টিআরপি তালিকায় কিছু কিছু ধারাবাহিক নাগাড়ে ভালো পারফর্ম করছে। আবার কিছু কিছু ধারাবাহিক দর্শকদের কাছে একেবারেই গ্রহণযোগ্যতা না পেয়ে অল্প সময়েই লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাচ্ছে।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় দাপট দেখাচ্ছে ধারাবাহিক জগদ্ধাত্রী। লড়াইয়ে পিছিয়ে নেই নিম ফুলের মধু, ফুলকি, কোন গোপনে মন ভেসেছে, গীতা এলএলবি। তবে কিছু কিছু ধারাবাহিক খুব আশা জাগিয়ে নিরাশ করছে। এর মধ্যে রয়েছে কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা একাধিক ধারাবাহিক গুলি।

বর্তমান বেশ কয়েক সপ্তাহের টাআরপির দিকে নজর রাখলে দেখা যাবে নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলি যেভাবে টিআরপি টানতে সক্ষম হয়েছে সেই রকম ভাবেই স্টার জলসাকে হারিয়ে দিয়ে এগিয়ে চলেছে জি বাংলা। বিশেষ করে প্রথম পাঁচ দখলে রেখেছে জি।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচে সেরার সেরা জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে ফুলকি। দারুণ পারফর্ম করে উঠে এসেছে গীতা এলএলবি তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থান থেকে অনেকটাই নেমে চতুর্থ স্থানে নিম ফুলের মধু। তবে সবাইকে চমকে দিয়ে চলতি সপ্তাহে প্রথম পাঁচে ফের উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহে প্রথম পাঁচ থেকে আউট কোন গোপনে মন ভেসেছে।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের চমকে ভরা বাংলা সিরিয়ালের টিআরপি (Bangla Serial TRP)-

1st •• জগদ্ধাত্রী ৯.১
2nd •• ফুলকি ৮.২
3rd •• গীতা llb ৮.১
4th •• নিম ফুলের মধু ৮.০
5th •• অনুরাগের ছোঁয়া ৭.৫

Back to top button