Bangla Serial

Sonamoni Pratik Trolled: মোহর থেকে শুরু করে এক্কাদোক্কা, সিরিয়াল বদলালেও বিছানার চাদর বদলালো না প্রতীক-সোনামণির! গরীব স্টার কাকু, হচ্ছে চরমখিল্লি

বিনোদনের অন্যতম মাধ্যম হল টেলিভিশন। আর সেই টেলিভিশনের বেশ কিছু জুটি দাগ কেটে যায় দর্শকদের মনে। আসলে‌ সিনেমা হোক বা সিরিয়াল সব জায়গাতেই কিছু কিছু জুটি দর্শকদের ভীষণ প্রিয় হয়ে ওঠে! আসলে দর্শকরা ভালবেসে ফেলেন তাঁদের। সেই জুটিকেই বার বার দেখতে চান তাঁরা। ধারাবাহিক শেষের পরেও ফের একসঙ্গে তাঁদের দেখার ইচ্ছা থাকে দর্শকদের। আর এমনই দু’জন তারকা হলেন অভিনেতা প্রতীক সেন(Pratik Sen) ও অভিনেত্রী সোনামণি সাহা(Sonamoni Saha)। দর্শকদের কাছে তাঁর পরিচিত ছিলেন ‘মোহদীপ’ বা ‘সোনাতিক’ নামে।

মোহর ধারাবাহিকের শঙ্খ স্যার’কে সবাই চেনে! নিজের অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন অভিনয়ের জেরে দর্শককুলের মন জিতে নিয়েছিলেন তিনি।‌ তৃণা সাহার বিপরীতে খোকা বাবু ধারাবাহিক দিয়ে তাঁর ধারাবাহিক যাত্রা শুরু হয়। এরপর মোহর ধারাবাহিকে সোনামণি সাহা’র সঙ্গে তাঁর অনস্ক্রীন রসায়ন ভক্তদের দারুণ লেগেছিল। ভক্তরা তাদের দু’জনকে ফের একসঙ্গে দেখতে চেয়েছিলেন। আর সেই ইচ্ছেই এবার পূরণ হয়েছে।

‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর এক্কাদোক্কা ধারাবাহিকে গম্ভীর ডাক্তারের চরিত্রে ফিরেছেন তিনি। আর তিনি ফিরতেই কোনঠাসা পোখরাজ ওরফে অভিনেতা সপ্তর্ষি মৌলিক। যাঁরা এই ধারাবাহিক দেখেন তাঁরা জানেন, রাধিকা বর্তমানে পোখরাজের থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। সে ইন্টার্ন হিসাবে অন্য একটি হাসপাতালে যোগ দিয়েছে। সেখানেই ডাক্তার গুহ’র চরিত্রে দেখা যাচ্ছে ‘মোহর’ খ্যাত শঙ্খ ওরফে অভিনেতা প্রতীক সেনকে।

দর্শকদের অভিযোগ ছিল আসল নায়ক সপ্তর্ষি মৌলিক’কে কম গুরুত্ব দিয়ে প্রতীক সেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। ‘রাধিরাজ’ ভক্তরা ফের দেখতে চাইছিলেন এই জুটিকে। রাধিকার প্রতি অনুরক্ত হলেও ডঃ গুহ কিন্তু রাধিকা আর পোখরাজের মিল করিয়ে দিতে চাইছেন। যদিও এখনও পর্যন্ত মিল হয়নি তাঁদের। এরইমধ্যে আবার রাধিকা থাকতে শুরু করেছে ডঃ গুহ’র বাড়িতে। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নোংরা ট্রোলিং। কেন রাধিকা ডঃ গুহর বাড়িতে থাকতে শুরু করল? কেন ডঃ গুহ রাতে রাধিকার ঘরে ঢুকল ইত্যাদিকে কেন্দ্র করে নোংরা ইঙ্গিত করা হয়।

তবে এই সব বিতর্ককে দূরে সরিয়ে এখন ভাইরাল হয়েছে চাদর কান্ড! সোশ্যাল মিডিয়াতে এখন দর্শকদের খিল্লির কারণ হয়ে উঠেছে একটি চাদর। আসলে যে চাদরটি ‘মোহর’ ধারাবাহিকে গায়ে চাপা দিয়ে ঘুমাতো শঙ্খ-মোহর, সেই এক‌ই চাদর এখন ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে ডঃ অনির্বাণ গুহ’র ঘরের বিছানায় পাতা রয়েছে। আর সেই চাদরের উপর বসে রাধিকা এবং অনির্বাণ। আর তাই দর্শকরা কটাক্ষ করে বলছেন, মোহর ধারাবাহিক থেকে শুধুমাত্র প্রতীক সেন একা আসেননি সঙ্গে করে নিয়ে এসেছেন নিজেদের প্রিয় চাদর। আর এই চাদর নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক খিল্লি। কটাক্ষ করা হচ্ছে চ্যানেলকেও। যদিও ‘সোনাতিক’ ভক্তরা এই কটাক্ষ ভালো চোখে দেখছেন না।

Related Articles

Back to top button