Extra Affair TRP: নিম ফুলের মধু, মিঠাই, সোহাগ জল সবেতেই দেদার পরকীয়া তবু জি বাংলার সব পর’কীয়া সিরিয়াল জায়গা পেয়েছে টিআরপিতে! “জি বাংলার দর্শকের রুচি নিম্নগামী”, জলসা ভক্তরা দিলো খোঁচা

সদ্য শুরু হহওয়া ষ্টার জলসার ধারাবাহিক ‘মেয়েবেলা’ কিছুদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।ধারাবাহিকের আকর্ষণীয় ট্যাগলাইন হল ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। আসলে আমাদের সমাজে বহুকাল আগে থেকে একটা ধারণা চলে আসছে, তা হল মেয়েরাই মেয়েদের শত্রু। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই আসছে সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’।

তিন প্রজন্মের মেয়েদের গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রয়েছেন রূপা গাঙ্গুলীর মত অভিজ্ঞ অভিনেত্রী। সাথে আছেন বর্তমানের খেলাঘর খ্যাত অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। নায়কের ভূমিকায় অভিনয় করছেন অর্পণ ঘোষাল। অর্পনকে এর আগে আমরা ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে দেখেছি।ধারাবাহিকে খুব শীঘ্রই বিয়ের ট্র্যাক আনা হয়েছে। আর সেই ট্র্যাকই মোড় ঘুরিয়েছে গল্পের। পরিস্থিতির চাপে মৌ এর সঙ্গে নায়ক ডোডোর বিয়ে হয়।

তিন প্রজন্মের মেয়েদের গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রয়েছেন রূপা গাঙ্গুলীর মত অভিজ্ঞ অভিনেত্রী। সাথে আছেন বর্তমানের খেলাঘর খ্যাত অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। নায়কের ভূমিকায় অভিনয় করছেন অর্পণ ঘোষাল। অর্পনকে এর আগে আমরা ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে দেখেছি।ধারাবাহিকে খুব শীঘ্রই বিয়ের ট্র্যাক আনা হয়েছে। আর সেই ট্র্যাকই মোড় ঘুরিয়েছে গল্পের। পরিস্থিতির চাপে মৌ এর সঙ্গে নায়ক ডোডোর বিয়ে হয়।

এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, চাঁদনী আর ডোডো একে অপরকে ছোট থেকে ভালোবাসে, তাদের বিয়ের সব কিছু ঠিকঠাক কিন্তু এমন সময় তাদের জীবনে এমন একটা ঝড় উঠল যে সব উলটপালট হয়ে গেল। ডোডো বাধ্য হলো মৌ কে বিয়ে করতে, ডোডোর অসহায়তা বুঝে চাঁদনিও এই বিয়েতে অমত করেনি, বিয়ের পর বাস্তববাদী ছেলে ডোডো মৌকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মা বীথি মৌকে প্রথম থেকেই সহ্য করতে পারে না, মৌ তার ছেলের বউ হয়ে তারই সংসারে ঢোকার পর থেকে সে তো একেবারেই মৌকে দেখতে পারেনা, দিন রাত মৌ এর সাথে খারাপ ব্যবহার করে এবং মৌ যাতে তার ছেলের থেকে দূরে থাকে সেই ব্যবস্থা করে। সম্প্রতি এই ধারাবাহিকে দেখা গেছে যে, মৌ এর ঠান্ডা লেগেছে গায়ে জ্বর এসেছে বলে মৌকে আলাদা ঘরে শুতে পাঠিয়েছে বিথী।

বিথী তার ছেলে ডোডোকে বলে যে,তার মাঝে মাঝে মনে হয় এই সবটা একটা দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন টা কেটে যাবে এবং তারপর সে চোখ মেলে দেখবে, তার ছেলে ডোডোর পাশে দাঁড়িয়ে আছে চাঁদনী। আবার সব আগের মত ঠিক হয়ে যাবে, কিন্তু এই কথা শোনার পরে ডোডো যা বলে তা শুনে নেটিজেনরা ধন্য ধন্য করছেন।

ডোডোএইসব কথা শুনে আবেগে ভেসে যাওয়ার পরিবর্তে তার মা’কে পরিস্কার
করে বলে দেয় যে,“এবার আমি যেটা বলছি সেটা ভালো করে শোন!
আমার বিয়ে হয়ে গেছে মৌ এর সাথে;চাঁদনি ‘র সাথে আমার কোনো সম্পর্ক নেই,আর কোনো দিনও হবেও না।আমি চাঁদনি কে ভোলার চেষ্টা করছি আর তোমাকেও সেই চেষ্টা করতে হবে।”

Back to top button