Ekka Dokka Radhika: একইসাথে ভালো মেয়ে, স্ত্রী, বৌমা হয়ে দেখালো রাধিকা! “একেবারে পুরনো মোহর”! এক্কাদোক্কাতে প্রতিবাদী সোনামণিকে দেখে নস্টালজিক নেটিজেন

স্টার জলসার একি জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা। এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের কাছে। রাধিকা এবং পোখরাজের জুটিকে প্রথম থেকে দর্শক দারুণ পছন্দ করছে। সেই সঙ্গে প্রথম থেকেই পোখরাজের চরিত্রটিকে বেশ ভালো লাগছিল দর্শকদের।

এবার রাধিকার চরিত্রটি দেখে মুগ্ধ হয়ে গেল দর্শক। সম্প্রতি একটি পর্বে রাধিকাকে মেয়ে, বউ এবং বৌমার চরিত্রে একেবারে দক্ষ অভিনয় করতে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে সকলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”আজকের এক্কা দোক্কা টা দারুণ ছিল..

বিশেষ করে রাধিকার অভিনয়ে মুগ্ধ আমি

একইসাথে মেয়ে, স্ত্রী এবং বৌমা হওয়ার দায়িত্ব পালন করল রাধিকা..”

“একদিকে নিজের বাবাকে অপমানের হাত থেকে বাঁচাতে বুদ্ধি করে কোহিনূর কে দিয়ে অপমান কারীদের বেআইনি কাজকর্মের ভিডিও করিয়ে ওদের আইনের ভয় দেখালো..

আবার একজন স্ত্রী হয়ে স্বামী পোখরাজের পাশে দাঁড়ালো তার বিপদের দিনে..তার শাশুড়ির স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখল…

আর সবচেয়ে যে বিষয়টি ভালো লাগল তা হলো রাধিকার প্রতিবাদী রূপ মনে হলো রাধিকার মধ্যে সেই চিরচেনা মোহর কে খুঁজে পেলাম

সত্যিই অসাধারণ হচ্ছে এক্কা দোক্কা..

প্রতিদিন দেখতে থাকুন রাত ৯ টায়

স্টার জলসায়”।

Back to top button