Bangla Serial

Anurager Chowa: ম’দ খেয়ে দীপাকে কাছে টেনে ‘I Love You’ বলল সূর্য! “এক্ষুনি দূর করো ন‌ইলে হীরা, মুক্তা চলে আসবে, আর দোষ হবে কবীরের”! Troll করছে সোশ্যাল মিডিয়া

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। আর বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদন মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। বহু ধারাবাহিকের (Serial) ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে। আর টিআরপি (TRP) তালিকায় ভালো পারফর্মেন্স তো দেখাতেই হবে! তা না হলে যে অকালে সরে যেতে হবে। সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল। আর নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাঙালির সিরিয়াল প্রেম।

বর্তমানে বাঙালি দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া! বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকায় রাজ করছে এই ধারাবাহিক। তবে সেই অর্থে প্রেমের ট্র্যাকে না ফেরায় খুঁতখুঁতানি রয়েছে দর্শকদের। তবে এই ধারাবাহিককে আরও বেশি ক্ষুরধার করে তুলেছে এই ধারাবাহিকের ক্ষুদে দুই চরিত্র। সোনা ও রূপা! দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। টিআরপি তালিকার দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকের আকর্ষণের মূল কেন্দ্রে এখন ছোট এই দুই কন্যা। এক বোন ফর্সা আর এক বোন কালো। ধারাবাহিক অনুযায়ী মা-বাবার কাছে তাঁরা দু’জন আলাদা আলাদাভাবে বড় হয়ে উঠছে। সূর্য’র কাছে বড় হয়েছে সোনা আর অন্যদিকে দীপার কাছে রূপা।

Surya Anurager Chowa

দীপা ভাবে সূর্য আর মিশকার সন্তান সোনা আর সূর্য ভাবে অন্য কারর সঙ্গে সম্পর্কে জড়িয়ে রূপার জন্ম দিয়েছে দীপা। তবে সূর্য-দীপার এই ইগোর লড়াইয়ে ক্রমেই পিষছে রূপা। সোনার প্রতি বিশেষ খেয়াল রাখতে গিয়ে রূপার অযত্ন করে ফেলছে দীপা। অন্যদিকে নিজের মাকে সোনা মা বলে ডাকতে ডাকতে সে ক্রমশ নিজের মনে মনে ভেঙে পড়ছে। একসময় সে কাউকে কিছু না বলেই স্কুলে চলে যায় রূপা। টিফিনও নেয় না, তাঁর বদলে স্কুলে গিয়ে বাইরের খাবার খায়। এর ফলে পেট ব্যথা শুরু হয়।এরপর সূর্য‌ রূপার স্কুলের ডায়রি হাতে নিয়ে চমকে ওঠে। যেখানে রূপার মায়ের নামের জায়গায় লেখা দীপা সেনগুপ্ত আর বাবার নামের জায়গায় লেখা সূর্যর নাম।

রূপা এখন রয়েছে সূর্যর কাছে। দীপার বাবা, দীপা রূপার সঙ্গে দেখা করতে এলেও সেইটুকু অনুমতিও তাঁদের দেয়নি সূর্য। কারণ ফুল মা নয়, রূপার আসল মায়ের হাতেই রূপাকে তুলে দিতে চায় সূর্য। যার ফলে রূপাকে না দেখেই চোখের জলকে সম্বল করে বেরিয়ে আসতে হয় দীপাকে। নিজের মেয়ের থেকে দূরে থাকার কষ্ট সহ্য করেও রূপার জন্ম পরিচয় সূর্যর সামনে খোলসা করে না দীপা। আর যার ফলে ক্ষোভ জন্মেছে দর্শকদের মনেও। গল্প ক্রমশ একঘেয়ে হয়ে যাচ্ছে অভিমত তাঁদের।

Dipa Anurager Chowa

ইতিমধ্যেই চমক দেওয়া পর্ব উপস্থিত‌। এই ধারাবাহিকের এবার এন্ট্রি হতে চলেছে দীপার পাতানো দাদা কবীর এবং তাঁর স্ত্রীর। কবীরকে হাতের কাছে পেয়ে রাস্তাতেই কবীরকে মারতে শুরু করে দেয় সূর্য। হাতাহাতির জেরে মাথাও ফাটে কবীরের। উল্লেখ্য, এই পর্বে সূর্য জেনে যাবে কবীরের স্ত্রী দীপা নয়, বরং অন্য কেউ। তখন আবার সূর্য ভাবতে থাকবে কবীর দীপাকে ঠকিয়ে অন্য আর একজনকে বিয়ে করেছে। আসন্ন পর্বে এইসবের এই দেখা মিলবে।

কবে সূর্য-দীপার মধ্যে রোম্যান্স ফিরবে? দেখতে উদগ্রীব ছিল দর্শককূল। আর এবার সেই চমক‌‌ও এবার ফিরতে চলেছে ধারাবাহিকে। আসন্ন পর্বে দেখানো হবে নে’শা করে এসে সূর্য দীপাকে বলে ‘আই লাভ ইউ দীপা। আমি তোমাকে খুব ভালোবাসি’। আর এতেই শুরু হয়েছে কটাক্ষ। সোশ্যাল মিডিয়া এক দর্শক কটাক্ষ করে লিখেছেন, “দীপা এখনই বলদটাকে দূর করো ঘর থেকে..নাহলে পরে হীরা-মুক্তা চলে আসবে, তারপর বলবে সব কবীরের দোষ! তাড়াতাড়ি ঘর থেকে বের করে দরজায় খিল দাও।” ওই ভক্তের এহেন মন্তব্যে হেসে খুন নেটদুনিয়া।

Related Articles

Back to top button