Anurager Chowa: স্বামী না সন্তান, কাকে বেছে নেবে দীপা? ডিভোর্সের মুখোমুখি দাঁড় করালো মিশকা! আসছে চরম সংকট

এই মুহূর্তে বাংলায় বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। আর বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদন মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। বহু ধারাবাহিকের(Serial) ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে। আর টিআরপি(TRP) তালিকায় ভালো পারফরম্যান্স তো দেখাতেই হবে। তা না হলে যে অকালে সরে যেতে হবে। সম্প্রতি বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিকের গমন আগমন শুরু হয়েছে। আর নিত্য নতুন এই সমস্ত ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাঙালির সিরিয়াল প্রেম।

বর্তমানে বাঙালি দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় রাজত্ব করছে এই ধারাবাহিক। তবে সেই অর্থে প্রেমের ট্র্যাকে না ফেরায় খুঁতখুঁতানি রয়েছে দর্শকদের। তবে এই ধারাবাহিককে আরও বেশি ক্ষুরধার করে তুলেছে এই ধারাবাহিকের ক্ষুদে দুই চরিত্র। সোনা ও রূপা।দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। টিআরপি তালিকার দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়। এই ধারাবাহিকের আকর্ষণের মূল কেন্দ্রে এখন ছোট এই দুই কন্যা। এক বোন ফর্সা আর এক বোন কালো। ধারাবাহিক অনুযায়ী মা-বাবার কাছে তাঁরা দু’জন আলাদা আলাদাভাবে বড় হয়ে উঠছে।সূর্য’র কাছে বড় হয়েছে সোনা আর অন্যদিকে দীপার কাছে রূপা।

এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও সূর্য এবং দীপা জানেনা সোনা এবং রূপা দু’জনেই তাঁদের‌ই সন্তান।‌‌ দীর্ঘদিন ধরে এই একঘেয়েমি ভালো লাগছে না দর্শকদের। আর দর্শকদের জন্য এবার আসছে নতুন চমক। বেশ কয়েকদিন দেখা না মিললেও ফের নিজের কুটবুদ্ধি নিয়ে ফিরেছে মিশকা। সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে, নিজের যমজ সন্তানের বিষয়ে মিশকার কাছে জানতে চাইছে দীপা। তখন‌ই মিশকা দীপাকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে বলে, সূর্যকে ডিভোর্স দিতে হবে দীপাকে। তবেই সে দীপার সন্তানের বিষয়ে মুখ খুলবে। একই সঙ্গে মিশকা জানিয়ে দেয় সন্তান বা স্বামী, কোন‌ও একজনকেই বেছে নিতে পারবে দীপা!

বলাই বাহুল্য আসন্ন পর্ব টান টান উত্তেজনা পূর্বক হতে চলেছে। মিশকার চালে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে দীপা। স্বামী না সন্তান কাকে বেছে নেবে সে? নাকি মিশকাকে মাত দিয়ে স্বামী-সন্তান উভয়কেই জিতে নেবে দীপা! এই পর্ব মিস করবেন না কিন্তু!

Related Articles

Back to top button