Gaatchora: খারাপ খবর! ‘গাঁটছড়া’ থেকে ‘খড়ি’ শোলাঙ্কি বিদায় নিতেই গোটা টিম ছেড়ে দিল সিরিয়াল

‘গাঁটছড়া’ ধারাবাহিকের গল্প যেদিকে এগোতে দেখা গিয়েছে, তাতে বহুসময় গুঞ্জন শোনা গিয়েছে, ধারাবাহিকটি ইতির খাতায় নাম লেখাতে চলেছে। পাশাপাশি যত গল্প এগোচ্ছে গল্পটিও আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছিল। কিন্তু তার মাঝেই এসেছে দুঃখের খবর। ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে খড়ি। যা শুনে ভক্তরা বেশ খেপে উঠেছে।

উল্লেখ্য, ধারাবাহিকে ঋদ্ধিমান সিংহ রায়-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং খড়ি সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। সন্তান জন্ম দিতে গিয়েই খড়ির মৃত্যু হয়েছে। খড়ির হঠাৎ চলে যাওয়াকে মেনে নিতে পারেনি দর্শক। যদিও এর আগেও ধারাবাহিক খড়ির মৃত্যু এনেছিল। তারপর এক নতুন রূপে খড়িকে আবার ফিরিয়ে আনা হয়েছিল। তবে এবার আর সেটা নয়।

এবার খড়ির মৃত্যু দিয়ে একটি বড় লিপ নিয়েছে ধারাবাহিকের গল্প। তবে গাঁটছড়া থেকে বিদায় নেওয়ার কথা খড়ি জানাতেই লেখকের উপর খেপে ওঠেন দর্শক। যদিও খড়িকে বাদ দেওয়া হয়নি। খড়ি নিজেই ধারাবাহিক ছেড়েছেন। এর আগেও শোলাঙ্কি আরও অনেক ধারাবাহিকে ছিলেন। প্রতিটি ধারাবাহিকের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এই ধারাবাহিকও ঠিক তেমন।

খড়ির জন্যই যেন এই ধারাবাহিক দেখতেন দর্শকরা। তবে শোনা যাচ্ছে ধারাবাহিক লিপ নেবে বেশ কয়েকটা বছর। আর সেখানে থাকবেন সকল তারকারাই। এ বিষয়ে শোলাঙ্কি জানান, তার শরীর বর্তমানে খুব ভালো নেই। আর এই অসুস্থতার জন্য কাজ থেকে বিদায় নিচ্ছেন তিনি। টানা দু’বছর তিনি ধারাবাহিকের সঙ্গে একটানা যুক্ত ছিলেন। কাজের সাথে নিজের শরীরের বিশেষ খেয়াল রাখতে পারছিলেন না তিনি।

কিন্তু আশ্চর্যের বিষয় গাঁটছড়া’ হেকে শোলাঙ্কির বিদায়ের পরই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে

পরিচালক সৌমেন হালদারের গোটা টিম। তাদের আর ফ্লোরে দেখতে পাওয়া যায়নি। এর কারণ শোলাঙ্কির সঙ্গেই যুক্ত কিনা, তা নিয়ে উঠছিল নানান প্রশ্ন। তবে পরে জানা যায়। ধারবাহিক ‘তুঁতে’র জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক। তাই তাদের বর্তমানে ‘গাঁটছড়ার’র ফ্লোরে দেখা মিলছে না।

Back to top button