Ekka Dokka: অসহায় জুটি সৌম্য-অঙ্কিতা! বিয়ে করবে নাকি রাধিকার সন্তানের বাবাকে খুঁজবে? লীনা পিসির পাগলামি দেখে সাইক্রিয়াটিস্ট দেখাতে বলছে দর্শক

দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় ‘এক্কা দোক্কা’ বর্তমানে নিজেদের গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে অনেকটাই। ধারাবাহিকের প্রথম থেকে রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি বেশ প্রিয় ছিল দর্শকদের। কিন্তু পোখরাজের শ্বশুরবাড়ি তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল।

আর তার জেরেই পোখরাজ ও রাধিকার মধ্যে দূরত্ব তৈরী হয়। এই দূরত্বের মাঝেই ধারাবাহিকে নয়া মোড় আনে লেখক। নায়ক-নায়িকা দুজনের জীবনই এগোয় আলাদা আলাদা দিকে। রাধিকার জীবনে এন্ট্রি নেয় ড: গুহর চরিত্রে প্রতীক। অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। ড: গুহর এন্ট্রি হওয়ার পর পোখরাজ নয় রাধিকা

আর প্রতীকের জুটিকে বেশি চাইতে থাকে দর্শক। যদিও কয়েকজন এর বিপক্ষেও ছিল। সম্প্রতি ধারাবাহিকে রাধিকাকে ড: গুহর সঙ্গে বেশি দেখা যাওয়ায় খেপে উঠেছিল দর্শক। রাধিকার আগে একজনের সঙ্গে সম্পর্ক ছিল। তারপর পোখরাজের সঙ্গে তা বিবাহ হয়। যদিও তাদের ডিভোর্সও হয়েছে বহুদিন। এরপরই ড: গুহর তার বিয়ের কথা চলছে। এরই মাঝে হঠাৎ রাধিকার প্রেগনেন্সির কথা সামনে এল।

আর এই প্রেগনেন্সির চক্করে বারোটা বাজল রাধিকার দিদির বিয়ে। তাঁর বিয়ের মজা নেবে নাকি রাধিকার এই সমস্যা সমাধান করবে? তাই ভেবে কূল পাচ্ছেন না দর্শক। সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে শুরু হয়েছে ট্রোল। রাধিকার পেতে এখন কার বাচ্চা রয়েছে, তাই ভাবনার বিষয়। শেষমেশ সব জগা খিচুড়ি দর্শকদের কাছে।

দর্শকরা এখন লীনা পিসিকেই দোষ দিচ্ছে এটার জন্য। কেউ কেউ আবার লীনা পিসিকে সাইক্রেটিস দেখানোর জন্য অনুরোধ করছেন। এই নিয়ে চলছে ‘এক্কা দোক্কা’ নিয়ে নানান চর্চা। আবার কেউ বলছেন, পৃথিবীর প্রথম মহিলা যিনি সালোকসংশ্লেষের মাধ্যমে প্রেগন্যান্ট হয়েছে এবং তিনজনকে বাচ্চার বাবা সন্দেহ করা হচ্ছে।

Related Articles

Back to top button