টিআরপিতে বড় অঘটন! ধপাস করে মুখ থুবড়ে পড়ল অনুরাগের ছোঁয়া, ছিটকে গেল জগদ্ধাত্রীও! চমকে দিল কে?

গতকাল‌ই বাংলা টেলিভিশনের পর্দায় শুটিং শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের। যথারীতি দর্শকদের মনে রাজত্ব করে এই ধারাবাহিক বন্ধ হচ্ছে। একটা সময় টিআরপিতে দীর্ঘদিন বাংলা টপার ছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিক ইতিহাস তৈরী করে গেছে টিআরপি তালিকায়।

মিঠাই পরবর্তী অনেক ধারাবাহিক রাজত্ব করেছে টিআরপিতে কিন্তু ওই রকম দাপট কেউ দেখায়নি। তবে সাম্প্রতিক সময়ে স্টার জলসার অনুরাগের ছোঁয়া টিআরপি তালিকায় দারুণ পারফরম্যান্স করছিল। টানা টিআরপি শ্রেষ্ঠ হচ্ছিল। তবে এই ধারাবাহিকের সঙ্গে জোর টক্কর দিচ্ছিল জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। কিন্তু চলতি সপ্তাহে যেন বিরাট অঘটন ঘটে গেল।

গত সপ্তাহে ছিল আইপিএলের ফাইনাল। আর যার অনেকটা প্রভাব পড়েছে টিআরপিতে। নম্বর কমেছে ধারাবাহিকগুলির। তবে এর মধ্যেই চমকে দিয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহে বিরাট চমক দিয়ে প্রথম হয়েছে জি বাংলার ভক্তিমূলক ধারাবাহিক গৌরী এলো। এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব দর্শকদের মনে ধরেছে তার প্রমাণ টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর। ৬.৯ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক প্রথম হয়েছে।

অদ্ভুতভাবে ৬.৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। তৃতীয় স্থানে জগদ্ধাত্রী! চতুর্থ স্থানে নিম ফুলের মধু ও পঞ্চম স্থানে রাঙা বউ। অর্থাৎ শুরু থেকে শেষ দাপট জি বাংলার। অন্যদিকে শেষ বারের মতো মিঠাইকে হারিয়ে দিল রামপ্রসাদ। ৩.৩ রেটিং পয়েন্ট নিয়ে স্লট লিডার রামপ্রসাদ। ২.৬ রেটিং পয়েন্ট মিঠাইয়ের।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা পাঁচ টিআরপি তালিকা –

১ম •• গৌরী এলো ৬.৯
২য় •• অনুরাগের ছোঁয়া ৬.৭
৩য় •• জগদ্ধাত্রী ৬.৬
৪র্থ •• নিম ফুলের মধু ৬.০
৫ম •• রাঙা বউ ৫.৬

Back to top button