আর হাত পাততে হবে না! নিজেই ইউটিউব চ্যানেল খুললেন বাদাম কাকু

রাতারাতি সোশ্যাল মিডিয়ার দৌলত এখন তিনি তারকায় পরিণত হয়েছেন। বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর এখন একটা পরিচিত নাম সোশ্যাল মিডিয়াতে।

‘কাঁচা বাদাম’ গান গেয়ে সুখ্যাতি পেয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত এর ওর চ্যানেলে গান গাইতে হচ্ছিলো, রেস্তোরায় অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। কিন্তু এমন করতে হবে না তাঁকে।

বর্তমানে নিজের গানের জেরে একপ্রকার সেলিব্রিটি যে হয়ে উঠেছেন তিনি সেটা তিনি নিজেও বলেছেন।বড় বড় ইউটিউবার থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কাজ করেছেন তিনি। কিন্তু এবার নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেললেন তিনি। শুরুতে তাঁর গান রিমেক করে বাকিরা টাকা পেয়েছে।

নিজের গাওয়া গানে কোনো টাকা পাননি তিনি। তবে পরে আবার অনেকেই নিজেকে মত করে অর্থ সাহায্য করেছেন। এমনকি নিজের কাঁচা বাদাম গানের স্বত্ব গোধূলি বেলা মিউজিক স্টুডিওর কাছে বিক্রি করে দেন তিনি। গানের স্বত্ব বিক্রি করে ৩ লক্ষ টাকা পেয়েছেন।

সম্প্রতি কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকরের বাড়িতে যায় ‘মনোজ দে ভ্লগস’ এর গোটা টিম। বাদামকাকুর সাথে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে ভুবনবাবুর গান শুনে সে তার জন্যে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। ভুবনবাবু নিজেই এবার নিজের কনটেন্ট শেয়ার করতে পারবেন। ভুবনবাবুর নামে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে সে। সেখানে নিজস্ব গান শেয়ার করার পর যা ভিউ হবে সেই টাকাটা ভুবন নিজের কাছে রেখে দেবেন।

Back to top button