বাঙালিরা বাংলা ভুললেও লন্ডনে মহাসমারোহে সমাদৃত বাংলা! আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম এবার লেখা হল বাংলায়

মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা। বাংলা ভাষাভাষীর মানুষেরা বরাবর এই সুরে গেয়ে এসেছেন বাংলার বন্দনা। বারবার প্রমাণিত হয়েছে দেশ নয় বিদেশেও বাংলা মাথা তুলে দাঁড়াতে পারে। এবার আবার প্রমাণিত হলো লন্ডনে। সেখানে এক আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা রয়েছে।

লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম ইংরেজি হরফের পাশাপাশি গোটা বাংলা অক্ষরে লেখা। ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি এই সিদ্ধান্ত নেয় যে হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলাতেও লেখা থাকবে। হিথ্রো বিমানবন্দরে সঙ্গে কুইন এলিজাবেথ লাইনের যোগাযোগ সাধন হয় এই স্টেশনের মাধ্যমে। তাই লন্ডনের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের অন্যতম ব্যস্ত স্টেশন হোয়াইটচ্যাপেল।

শুধু যে স্টেশনের নাম বাংলায় লেখা তা নয়, স্টেশনের ভিতরে বিভিন্ন সাইন লেখা থাকবে বাংলাতেও। লন্ডনের ব্যস্ততম শহরের অন্যতম ব্যস্ত স্টেশনের ফলকে বহুদূর থেকে বড় বড় অক্ষরে দেখা যাবে এই বাংলা লেখা।

East London

সত্যিই এই সিদ্ধান্তটি গর্ব করার মতো। স্টেশনে ঢোকার মুখে ছাড়াও একাধিক জায়গায় বাংলা হরফে লেখা রয়েছে হোয়াইটচ্যাপেল স্টেশন। এই জায়গাটি পূর্ব লন্ডনে অবস্থিত।

East London East London

Back to top button