Viral: ব্যস্ত রাস্তা হঠাৎ থমথমে!পার করছে এক পাইথন,দেখে হাড় হিম নেটিজেনদের

ব্যস্ত রাস্তায় নাকি চলাচল করছে পাইথন! ভেবেই কেঁপে উঠলেন তো? এমনটাই ঘটেছে গত রবিবার রাত্রিবেলা। প্রায় ২ মিটার লম্বা একটি পাইথন কোচির সিপোর্ট-এয়ারপোর্ট রোড পারাপার করছিল। ঠিক সেই সময় তা নজরে আসে কিছু প্রত্যক্ষদর্শীদের। সাপটি ইন্ডিয়ান রক পাইথন বলে জানা গিয়েছে। সাপটিকে দেখতেই মানুষ তা ক্যামেরাবন্দি করতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটি।

রাস্তায় যানচলাচল একেবারেই বন্ধ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। প্রায় ২ মিটার এর কাছাকাছি দৈর্ঘ্যের সাপটিকে দেখে থতমত খেয়ে যায় সাধারণ মানুষ। তারা অপেক্ষা করতে থাকে যে সাপটি কতক্ষণে রাস্তা পার করবে। অবশেষে সাপটি ঠিক সময়ে রাস্তা পার করে জঙ্গলে ঢুকে যায়। এরপরেই আবার গাড়ি চলাচল ও মানুষের আনাগোনা স্বাভাবিক হয়।

বনদপ্তরের এক আধিকারিককে যোগাযোগ করা হলে তিনি জানান যে কোচিতে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে যা পাইথনের বসবাসের জন্য উপযুক্ত। তিনি এও বলেন যে গত তিন থেকে চার বছরের মধ্যে কোচির বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বিশালাকার পাইথন সাপ উদ্ধার করা হয়েছে।

Back to top button