Viral

কাঁচা বাদামের পর এবার এলো পাকা পেয়ারা! ভাইরাল হল দাদুর গান

একের পর এক ট্রেন্ড এসেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এতদিন ধরে ভাইরাল হয়েছিল ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান। এমন কোনও মানুষ যেই যিনি এই গানে রিল বানাননি।

তারকারাও বাদ পড়েননি এর থেকে। তারপর গানটির স্রষ্টা নিজেই তারকা হয়ে ওঠেন। এবার আবার ধীরে ধীরে বাজার কাঁপাতে আসছে পাকা পেয়ারা। এই সূত্রেই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক দাদু।

এই গানটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। একটি লোক রাস্তায় পেয়ারা বিক্রি করছেন।

তিনি পেয়ারা বিক্রির সময় আবার গাইছেন নিজের তৈরি করা একটি গান। সেই গানের কথা ভিডিওতে সঠিকভাবে বোঝা না গেলেও গানটি বেশ মন জয় করে নিয়েছে সেই নেটিজেনদের। তবে যেই লোকটি পেয়ারা বিক্রি করছেন তিনি বেশ বয়স্ক। আর এবার মনে করা হচ্ছে যে এই দাদু বেশ ভাইরাল হবেন কাঁচা বাদামের স্রষ্টার মতোই।

পাকা পেয়ারা গানটি trend with me নামক এক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে।

তবে সবাই যে এই গান নিয়ে সন্তুষ্ট তেমনটাও নয়। অনেকের মতে এই গান নিয়ে আবার রিল ভিডিও ও রিমিক্স শুরু হয়ে যাবে। আবার অনেকে বলছে যে এই গানটিকেও ভাইরাল করতে হবে। অর্থাৎ গান নিয়ে যে উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে সেটা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button