Connect with us

Viral

আলু পোস্ত পরে লাল শাক-কলমি শাক রান্না করে যৌবনে ভরা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে

Published

on

ইউনিক ভিলেজ ফুড রাতারাতি ভাইরাল হয় এই ইউটিউব চ্যানেলে। যেখানে খোলামেলা পোশাকে যুবতীরা যৌবনের আগুনে তাক লাগিয়ে দিয়েছে সকলকেই। রান্নার উপকরণ সাধারণ হলেও তাতে খোলামেলা পোশাক নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি সেই চ্যানেলে দেখা গেল নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে।আলু পোস্ত বা টম্যাটোর চাটনি রান্না যেমন ভাইরাল হয় তেমনি প্রকাশ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে এই ভিডিও ঘিরে।নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তারা। কেউ লিখেছেন রান্নার নামে বিকিনি শ্যুট’ চলছে। তবে ফের একবার খোলামেলা ব্লাউস পরে সুন্দরীরা শেখালেন লাল শাক আর কলমি শাক রান্না।

গ্রামের মাটিতে খোলা আকাশের নিচে বর্ষা ও মধুর এই রান্না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।নুডলস স্ট্র্যাপের কালো ব্লাউজ আর শাড়িতে বোল্ড লুকে হাজির দুজনেই।

মঙ্গলবার আপলোড করার ভিডিও ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। রান্নাবান্না থেকেও যুবতীদের উন্মুখ যৌবন দর্শকদের ভিডিও দেখতে অনুপ্রাণিত করেছে একথা বলার অপেক্ষা রাখে না। তাই ভাইরাল হওয়ার পাশাপাশি কটাক্ষের মুখেও পড়তে হয় এই যুবতীদের।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending