টিপ-কাণ্ড নিয়ে প্রতিবাদে তসলিমা নাসরিন! শিক্ষিকার প্রতি অসভ্য আচরণে ক্ষুব্ধ লেখিকা

শনিবার পড়শি দেশের রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে এক পুলিশ অফিসার প্রশ্ন করেন যে তিনি টিপ কেন পরেছেন।

পাশাপাশি নায়িকার গায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টাও নাকি করা হয়েছিল। অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পরেই প্রতিবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।

বাংলাদেশের প্রশাসন হন্যে হয়ে খুঁজছে শিক্ষিকার কপালে টিপ থাকার কারণে তাঁকে হেনস্থা করা ব্যক্তিকে। অন্য দিকে, প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তসলিমা।

তিনি লিখেছেন, ‘মুসলমান পুরুষেরা তো কল্পনার ঈশ্বরের উদ্দেশে কল্পনার বেহেস্তের লোভে মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।’এই লেখাটিই তসলিমা ফেসবুকে পোস্ট করেছেন।

অতি সামান্য কারণে একজন মহিলাকে এভাবে হেনস্থা করার কারণ খুঁজে পাচ্ছেন না তসলিমা নাসরিন। লিখেছেন মেয়েরা কত রকম সাজতে পারে। কিন্তু ছেলেদের বেশি সাজার জিনিস নেই। তারা টিপও পরতে পারে না। লেখার পাশাপাশি তিনি এমন কিছু ছবি ভাগ করে নিয়েছেন যেখানে তিনি নিজেও টিপ পরে রয়েছেন।

Back to top button